পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

象● श्रृङ्क 尊辖枋神 শৰ্গ সরকার করিঙেন, সে দিন লোকে লোকারণ্য হইত। অসংখ্য ফুকের আগমন হইত। তাছার বক্তৃতার কিঞ্চিৎ নমুনা নিয়ে প্রদত্ত হইল। "ধৰ্ম্মযুদ্ধে অধৰ্ম্ম-বিরুদ্ধে সাজ রে সাঙ্গ, কি ভয়,কি সংশয়, যতো ধৰ্ম্মস্ততে জয়, সাজরে সাজ।” তিনি অন্তগুগন্তে বক্তৃতা করিতেন, কিন্তু উপরে উদ্ভূত র্তাহার বকৃতার অংশ দিব্য ছন্দের আকারে নেওয়া যাইতে পারে। "ধৰ্ম্মযুদ্ধে অধৰ্ম্মবিরুদ্ধে সাজ রে সাজ । কি ভয়, কি সংশয়, যতো ধৰ্ম্মস্ততে জয় | সাজ রে সাজ ।” তিনি একবার কোথায় বলিবেন, সংসারকে আসার জ্ঞান কর, “ওঁকারকে গলার হার কর,”তাহ না বলিয়া বলিয়াছিলেন,"সংসারকে সার কর, ওঁকারকে গলার হার কর।” তিনি গ্ৰীক জানিতেন। এমন খ্যাত ভাষা নাই, যাহ! তিনি জানিতেন না। তিনি প্রসিদ্ধ গ্রীক বক্তা ডিমস্থিনিস্কে অনুকরণ করিতে ভালবাসিতেন। এথেনস্ নগরবাসী লোকেরা পূৰ্ব্বগৗরব এতদূর হারাইয়াছিল যে,মেসিডনের রাজা ফিলিপ সৈন্ত লইয়। ঐ নগর আক্রমণার্থ প্রার সঙ্গরের ফটকের নিকট আসিয়াছিলেন, এমন সময়ে ডিমস্ধিনিস, দেশ শাসনার্থসাধারণতন্ত্রের যে সভা হুইত, তাহাতে দণ্ডায়মান ইয়া তাহার বক্তৃত এই বাক্য দ্বারা আরম্ভ করিয়াছিলেন,"s Athenian women's no longer Athenian men ” “হে এথেনস্বাসী স্ত্রীগণ, আর তোমরা পুরুষ নই।" শুামাচরণ বাবুও একদিন কোন সভাতে উঠিা বলিয়াছিম, "হে বঙ্গবাসী স্ত্রীগণ! আর তোমরা পুরুষ নহ।”-পূ. ৪৬-৪৮ । ১৪ জুলাই ১৮৮২ (৩• ভাদ্র ১২৮৯ ) প্রত্যুষে দ্বিতীয় পক্ষের পত্নী ও তাহার গর্ভজাত পুত্র দীননাথকে রাখিয়া ৬৭ বৎসর ৫ মাস ২২ দিন