পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6इांबणैौ १€ बिभिरङ राई नष्ठ ; जठ७व ¢ष *ष शकशtइ ॐ जछियाग्न छैद्धयब्रन अरून था। अझ३ कक्शश ! : ७ र कारण र अश : যাৰন্থ তৎকালে ভঙ্গবন্ধ সেই ভাষা গুৰস্কাপ ব্যবহারের নিয়ম প্রদর্শন । ব্যাকরণের অভিধেয়। ঐ ভাষার সাধু জলাধু পদ বিবেচনা পূর্বক অসাধুত্যাগে সাধু শঙ্খ কঙ্কটমাত্র বিষয়ক স্বত্র রচনা ব্যাকরণের কাৰ্য্য নয়, এবং তেমত ব্যাকরণে অতি অল্প কাৰ্য্য হয় । এতাবতী, অধুনা বাঙ্গলায় যত ভাষার যত কথা প্রচলিত আছে, বাঙ্গল সম্বলিত তৎসমুদয় কথা শুদ্ধরূপে ব্যবহার নিমিত্ত একখানি ব্যাকরণ অত্যাবশ্যক। অপর যে কত্রক খানি ব্যাকরণ এক্ষণে বৰ্ত্তমান, তাহাতে বাঙ্গলায় ব্যবহৃত সমুদয় কথা শুদ্ধরূপে ব্যবহারের নিয়ম অপ্রাপ্য ; এবং মধ্যে ২ ভ্রমও দ্রষ্টব্য ; বিশেষত: বিজাতীয় মহাশয়ের যে দুই একখানি লিখিয়াছেন, তাহাতে বিঞ্জাতীয় প্রমাদ ইষ্টয়াছে। ঐ প্রমাদে বিরক্ত বঙ্গভাষাসুরক্ত কতিপয় মহাশয় প্রথমতঃ সাহেবদিগের পাঠের নিমিয়ে ইংরাজিতে বাঙ্গল য্যাকরণ প্রস্তুত করিতে অমুরোধ করেন, তাহা প্রণীত হইলে শিক্ষাসমাজধ্যক্ষ মহাশয়ের ঐ পুস্তককে ইংরাজী পাঠক বঙ্গবালকেরও উপযোগি জানিয়া গধর্ণমেণ্ট-বিদ্যালয়সকলে পাঠ্য করেন। পরস্তু তংপুস্তকস্থ স্থাদির ব্যাখ্যা ইংরাজিতে থাকাতে এবং ইংরাজিতে অনভিজ্ঞ বাঙ্গলার অধ্যাপকের তাহা বুঝাইবার অক্ষমতা প্রকাশ করাতে উক্ত সমাজপতি (অধুনা ) মৃত মহামতি মহোদয় শুদ্ধ বাঙ্গলায় ব্যাকরণ রচনার্থ অনুরোধ করেন,--যদমুসারে এই ব্যাকরণ প্রস্তুত হইল। ইহাতে বাঙ্গল বলিয়া খ্যাত পদমায়ের এবং বাঙ্গল

  • ইংরাজী ও পারসী পাঠকের তত্তস্তাষার শব্দ বাজলায় ব্যবহার করেন, পণ্ডিত্ত মহাশয়ের তরূপ বাঙ্গলাকে অসাধুবাদে সংস্কৃত শব্দ বা পদপূর্ণ বাঙ্গল বাক্যকে সাধু ভাষা কছেন :