পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨{છ শু্যামাচরণ শৰ্ম্ম সরকার ভাষায় ব্যবহৃত ও ব্যবহার্ষ্য সংস্কৃত শব্দের ও পদের শুদ্ধরূপে ধ্যবহারের নিয়ম অথs বাঙ্গলায় চলিত অপর ভাষার শব্দসমুহ ব্যবহারের সঙ্কেত প্রাপ্য। আর ২ বাঙ্গলা ব্যাকরণে যে, সকল ভ্রম ও আবগুক বিষয়ের অভাব, বোধ করি ইহাতে সে অভাবের অভাব। সক্ষেপত:, বর্তমানাবস্থ যাঙ্গালিদের বিশেষ উপকারি হইবে এই বাঞ্ছায় এই পুস্তক প্রস্তুত করিলাম । শুামাচরণের ‘বাঙ্গলা ধ্যাকরণ’ ভাষাশিক্ষার্থীর পক্ষে অতি উপাদেয় হইয়াছিল । ইহার একাধিক সংস্করণ প্রকাশিত হয় । আমি ১২৬৭ বঙ্গাকে প্রকাশিত ইহার "তৃতীয় ৰার সংশোধিত ও মুদ্রিত” সংস্করণও দেখিয়াছি। তবুও বলিতে হইবে, এইরূপ উপাদেয় গ্রন্থের আশানুরূপ প্রচার হয় নাই । আচাৰ্য্য কৃষ্ণকমল ভট্টাচাৰ্য্য তাহার স্মৃতিকথায় বলিয়াছেন :– “শুামাচরণ বাবু খাটি বিশুদ্ধ বাঙ্গালী ভাষায়ু একখানা ব্যাকরণ লিখিয়ছিলেন। এখন মনে হয় যে, বইখানি বাস্তবিকই খুব ভাল হইয়াছিল ; কিন্তু যেমন পুস্তকখানি প্রকাশিত হইল, অমনই বিদ্যাসাগয় সে বইখানাকে pooh pooh করিলেন, আমরাও সকলে বিদ্যাসাগরের সহিত যোগ দিলাম। শুামাচরণ বাৰু মাথ৷ তুলিতে পারলেন না। কিন্তু বাঙ্গাল সাহিত্য র্তাহাকে চিরদিনের জন্য হারাইল।”—‘পুরাতন প্রসঙ্গ, ১ম পৰ্য্যায়, পৃ. ৫১ ৷ ৩। ব্যবস্থা-দৰ্পণ, ১ম-২য় খও । ১২৬৬ সাল। পৃ. ১১৮. . “বঙ্গদেশীয় মতাকুমত দায়ু ও দস্তাপ্রদানিক প্রভৃতি ব্যবস্থার বিষয়ক প্রামাণিক প্রমাণ ও টীকাদিযুক্ত ব্যবস্থা সংগ্ৰহ বিচারালয়ে দত্ত ও গ্রাহ হওয়া ব্যবস্থাচর এবঞ্চ সদরে স্বপ্রীমকোর্টে ও প্রিবিকৌনমিলে নিম্পন্ন নিষ্পত্তিপত্র সম্বলিত”। বাংলা-সংস্কৃত ও ইংরেজী ভাষায় রচিত হিন্দু দাম্বাধিকার ব্যবস্থাবিষয়ক এই গ্ৰন্থখানি হামাচরণের অক্ষয় কীৰ্ত্তি।