পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাময়িক-পত্র পরিচালন »ፃ ২২ ডিসেম্বর ১৮৬৯ তারিখে এই পুস্তকের ৭ম সংস্করণ প্রকাশিত হয় খলিয়া বেঙ্গল লাইব্রেরির পুস্তক-তালিকায় উল্লেখ আছে। সাময়িক-পত্র পরিচালন রামচন্দ্র অনেকগুলি সাময়িক-পত্র কৃতিত্বের সহিত পরিচালন করিয়া গিয়াছেন। এই সকল সাময়িক-পত্রের বিস্তৃত বিবরণ আমার বাংলা সাময়িক-পত্রে প্রদত্ত হইয়াছে ; এখানে সংক্ষেপে কিছু লিখিত श्हेन । “পশ্বাবলি ১৮২২ খ্ৰীষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে কলিকাতা-স্কুলবুক-সোসাইট ‘পশ্বাবলা’ নামে একখানি বাংলা মাসিক-পুস্তকের প্রথম সংখ্যা প্রকাশ করেন। ইহা সঙ্কলন করেন—পাদরি লসন এবং বঙ্গানুবাদ করেন— ডবলিউ. এইচ. পীয়াস। ১৮২৭ (?) খ্ৰীষ্টাব্দে লসনের মৃত্যু হওয়ায় পশ্বাবলী’ ছদ্ম সংখ্যার বেশী প্রকাশিত হয় নাই। রামচন্দ্র মিত্র দ্বিতীয় পৰ্য্যায়ের ‘পশ্বাবলি’ পরিচালন করেন। ইহা ইংরেজী-বাংলায় প্রকাশিত হইত। ইহার প্রথম সংখ্যা—“কুকুরের বৃত্তাস্ত’ প্রকাশিত হয় ১৮৩৩ খ্ৰীষ্টাব্দে। প্রত্যেক সংখ্যায় আলোচ্য জন্তুর এক-একখানি চিত্র থাকিত। কলিকাতা-স্কুলবুকসোসাইটির দশম কার্য্যবিবরণে প্রকাশ : The Watural History...is now taken up by RAM CHUNDER MITR, who was formerly a scholar, but is now a teacher, in the Hindoo College; and who appears likely to carry it forward with vigour and success. He