পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৯৩ –১৮৪৫ পরিচয় দ্বিজ রামচন্দ্র বা কবিকেশরী রামচন্দ্র তর্কালঙ্কার সেকালের এক জন থ্যাতনাম কবি । তাছার পিতামহ রূপরাম (ওরফে গোপাল ) মুখোপাধ্যায় আদি বাসস্থান হুগলী জেলার গরিট গ্রাম হইতে আসিয়া হরিনাভিতে বসতি করেন। গোপালের পুত্র রামধন, রামধনের তিন পুত্ৰ—রামচন্ত্র, মাধবচন্দ্র ও হরচন্দ্র । এই রামচন্দ্রই আমাদের দ্বিজ রামচন্দ্র । অষ্টাদশ শতাব্দীর শেষ দশকে চুরিনাভি গ্রামে তাছার জন্ম হয় । রামচন্দ্র সংস্কৃত শাস্ত্রে পারঙ্গম ছিলেন। তাহাকে ‘বিদ্যালঙ্কার', তর্কালঙ্কার' ও 'তর্কপঞ্চানন—সাধারণত: এই তিন উপাধিতেই ভূষিত দেখিতে পাই। গান-রচনায় সিদ্ধহস্ত ছিলেন বলিয়া পণ্ডিতবর্গ তাঙ্গাকে কবিকেশরী’ উপাধি দিয়াছিলেন,— ...উপাধি দিলেন শ্রেষ্ঠ বুধগণে ঐকবিকেশরী । রামচন্ত্রের শেষ জীবন রাজা নবকৃষ্ণের পৌত্র কালীকৃষ্ণ বাহাদুরের আশ্রয়ে তাহার “সভাসদৃ"-রূপে কাটিয়াছিল ; কালীরুষ্ণের আদেশেই রামচন্ত্র মাধবমালতী’ ও ‘হরপাৰ্ব্বতীমঙ্গল’ রচনা করেন।