পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রচনাবলী রামচন্দ্র বল্প গ্রন্থ রচনা করিয়া গিয়াছেন ; এগুলির অধিকাংশষ্ট কাব্য। এই সকল গ্রন্থের প্রত্যেকটির একাধিক সংস্করণ—প্রধানত: বটতলা হইতে প্রকাশিত হইয়াছিল। আমরা তাহার রচিত গ্রন্থাবলীর সংক্ষিপ্ত পরিচয় দিতেছি । ১ । দুর্গামঙ্গলান্তর্গত গৌরীবিলাস I श्रृं. »8०+ $२>+७ ( শুদ্ধিপত্র ) + ৪ ( স্বাক্ষরকারিদিগের নাম ) । এই গ্রন্থের আখ্যাপত্র-হীন এক খণ্ড রাধাকান্ত দেবের লাইব্রেরিতে আছে । ইহাতে ৬ খানি চিত্র আছে ; তন্মধ্যে ২ থানি কাঠখোদাই, ৪ খানি ধাতু-খেদাই। গ্রন্থ দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগে— গৌরীবিলাস, পৃ. সংখ্যা ১-১৪০ : দ্বিতীয় ভাগে—কঙ্কালীর অভিশাপ, পৃ. সংখ্যা ১-১২৯। প্রথম ভাগের শেষ কয় পংক্তি উদ্ধৃত করিতেছি – এত বলি পাৰ্ব্বতী হানিল অসি দুর্গাসুরে । পড়িল দম্বুজপতি পুষ্পবৃষ্টি সুরপুরে । দুর্গালুর সংহারিয়া হৈল মার দুর্গা নাম । কি কব নামের গুণ নাহি তার অমুপাম । ব্ৰহ্মহত্য আদি করি পঞ্চম মহাপাতকী । দুর্গ নামে মুক্ত হয় অশেষ আর মারক । দুর্গানাম মাহাত্মা কিঞ্চিং এইত শুনিল । অতঃপর ইতিহাস কহি একলম্বর লীলা ॥ কঙ্কালী জলি শাপে গৌড়ে ভূপতিকস্ত । দ্বিজ রামচন্দ্র কবি কহে শুনহ মুখস্তা— পৃ. ১৪০ )