পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৭০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রচনাবলী $ তাহার তনয় তিন ८बाई ब्रामकक्ष यौम গৌরগুণ করিল রচন। (১ম ভাগ, পৃ. ১১৩) (গ) ঐকবিকেশরী নাম बिछ शब्रिमांडिशीय ঐছুর্গামঙ্গল রসগানে । ( ২য় ভাগ, পৃ. ২) গ্রন্থের দ্বিতীয় ভাগের শেষে রচনাকাল ১৭৪১ শক ( = ইং ১৮১৯) এই ভাবে প্রকাশ করা হইয়াছে – শশী ঋষি বেঞ্জ শশী শঙ্কমর রায় । সমাপ্ত হইল গ্রন্থ তারার ইচ্ছায়— ১৮১৯ খ্ৰীষ্টাব্দে রচিত হইবার অব্যবহিত পরেই এই গ্রন্থ মুদ্রিত হইয়াছিল। গ্রন্থের শেষে “স্বাক্ষরকারিদিগের নাম”-এর মধ্যে নীলমণি মল্লিক ও রামমোহন রায়ের নাম পাইতেছি ; ১৮২১ খ্ৰীষ্টাব্দে নীলমণি মল্লিক পরলোক গমন করেন, এবং ১৮৩০ খ্ৰীষ্টাব্দে রামমোহন বিলাত যাত্র করেন । 'গৌরীবিলাস’ গীত ছুইবার উদ্দেঙে রচিত ; ইহাতে মাঝে মাঝে মুল, তাল, ধূয়া প্রভৃতির উল্লেখ আছে । অধ্যাপক কালীকৃষ্ণ ভট্টাচাৰ্য্য লিথিয়াছেন, “জয়দোষ নামে ইহাদের এক ধনাঢ্য শিষ্য ছিলেন, তাহার উৎসাহে রামচন্ত্র অনেক বাঙ্গাল কবিতাপুস্তক রচনা করেন।...এই সকল কাব্য যাত্রারূপে গীত ষ্টষ্টত এবং শিষ্ট জয়ঘোষ সমুদয় ব্যয় নির্বাচ করিতেন ।" এই জয়নারায়ণ ঘোষের পিতা রামমোহনের অর্থেই গৌরীবিলাস' মুদ্রিত হইয়াছিল। গ্রন্থের ভূমিকায় রামচন্দ্র বলিতেছে :— পুস্তক প্রস্তুত করি ছিল অভিলাষ । গায়ক দ্বারায় গীত করিব প্রকাশ । • ‘সাহিত্য-পরিষৎ-পত্রিকা, ১ম সংখ্য, ১৩•৫ সাল, পৃ. ১৯ । + 'সাহিত্য-পরিষৎ-পত্রিক। ৩য় সংখ্য, ১৩৪১ সাল, পৃ. ১১৫ ।