পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৭১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদ্ধৃত অংশে কবি স্বরচিত গ্রন্থাবলীর একটি তালিকা প্রদান করিয়াছেন। তন্মধ্যে গৌরীবিলাস’ হইতে অঙ্কুরুসংবাদ' পৰ্য্যন্ত গ্রন্থের নাম ছাড়া ষষ্ঠী ও শীতল লম্বন্ধেও গ্রন্থ রচনার আভাস পাওয়া যাইতেছে ; বোধ হয়, ইহা ষষ্ঠমঙ্গল ও শীতলামঙ্গল হইতে পারে। তদ্ভিন্ন ‘অমরভাষা" বা অমরকোষের অনুবাদও তিনি করিয়াছিলেন। এতনি আয়ুতে ফুলাইলে অষ্টান্ত গ্রন্থ রচনা করিতেও তাছার বাগণ । ছিল দেখা যাইতেছে। কিন্তু কালীপুরাণের পরে তিনি অঙ্ক কোনও ” গ্রন্থ রচনা করিয়াছিলেন কি না, জানিতে পারি নাই। : - সম্পাদিত কালিকামঙ্গল ; প্রাণরাম চক্রবর্তি-কৃত । ১২৪৩ সাল। ইহ “১২৪৩ সালে খ্ৰীযুক্ত রামচন্দ্র তর্কালঙ্কার শর্ক্স কর্তৃক সংশোণিত হইয়া শিবাদহে মুদ্রিত "-"এডুকেশম গেজেট’, ৫ মাখ ১২৭৯, পৃ. ৬২১ দ্রষ্টব্য । 羽 আনুমানিক ১৮৪৫ খ্ৰীষ্টান্ধে কবিকেশরী রামচন্তু পরলোক গমন করেন। শ্ৰীযুত নিত্যধন ভট্টাচাৰ্য্য লিখিয়াছেন :– রামচন্দ্র দুই বিবাহ করেন ; তাছার একটি পুত্র ও একটি কঙ্কা ছিল । পুত্র আনন্দচন্দ্র অবিবাহিত অবস্থায় মারা যাম, কষ্ঠা গোলোকমণিও বালবিধবা অবস্থায় বহু দিন বঁাচিয়া ছিলেন । এইরূপে প্তাহার বংশলোপ হয় । এখন তাছার মধ্যম ভ্রাতা মাধবচঞ্জের বংশধরেরাই হরিনাভিতে বাস করিতেছেম । ইং ১৮৪৫ সালের ১৬ই