পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৭১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ੇਜ਼ਾਂ প্রথম ভাগ পৰ্যন্ত পূর্ণ তিন বৎসর ঠির ছাত্র ছিলেন এবং ১৮৩৯ খ্ৰীষ্টাম্বোই কলেজ ত্যাগ করেন । চাকুরী-জীবন সংস্কৃত কলেজের পাঠ সাঙ্গ করিয়া মুক্তারাম শিক্ষকতা-কর্থে ব্ৰতী হন। শিক্ষা-বিষয়ক সরকারী রিপোর্ট পাঠে তাহার চাকুরী-জীবনের কথা কিছু কিছু জানা যায়। হিন্দুকলেজ-সংলগ্ন পাঠশালা’ বাংলার মাধ্যমে সাহিত্য এবং প্রাচ্য প্রতীচ্য বিজ্ঞান শিক্ষা দিবার উদ্দেশ্বে কলিকাতায় ‘পাঠশালা’ প্রতিষ্ঠিত হয়। ১৮৪০ খ্ৰীষ্টাব্দের জানুয়ারি মাসে 'পাঠশালায় পাঠারম্ভ হয়। মুক্তারাম পাঠশালা’র পুণ্ডিতের পদ লাভ করেন। এই পদে তিনি এক বৎসর নিযুক্ত ছিলেন।

  • General Report of the late General Committee of Rusño Instruotion, for 1840-41 & 1841-42, p. 59 m.

at footto stre ow!" —“The Patahala was opened and came into operation at the close of 1839-40... It is situated a few yards from the Hindool College, in the portb westerly direction and across the College Street. It a lower roomed house of good ventilation.” (Pp. 72-78.) . .