পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৭৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

dष्ट्रांरुणैौ 8%

  • সালে) রচনা করেন। পরে ইং ১৮৬০ ( ১৭৮২ শাক ) সালে বৈশাখ মাসে “শঙ্কসার” মামক একখানি ব্যুৎপণ্ডিযুক্ত সংস্কৃত-বাদল জভিধান প্রকাশ করেন । “উৎকর্ষবিধান” মামে একখানি বালকপাঠ্য বাঙ্গালা পুস্তক ইং ১৮৭০ (সন ১২৭৭ ) সালে শ্রাবণ মাসে প্রণয়ন করেন। ইং ১৮৭১ সালে জাম্বুয়ারি মাসে "মুগ্ধবোধ ব্যাকরণ" সরল টাকা, পদ্ধান, শঙ্ক ও বাঙুসাধন এবং পাণিষ্ঠানি ব্যাকরণের সুত্রোল্লেখসমেত প্রকাশ করেন। প্রথমশিক্ষার্থী বালকদ্বিগের জন্ত "মুগ্ধবোধসার” নামক একখানি ব্যাকরণও ইং ১৮৮০ সালে মে মাসে প্রকাশ করেন । “কাদম্বর কথ।” সয়ল-টাকাসম্বলিত উত্তরভাগ ইং ১৮৮৩ সালে অগ্রহায়ণ মাসে ও পূৰ্ব্বভাগ ১৮৮৫ সালে শ্রাবণ মাসে প্রকাশ করেন। উত্তরভাগটা বি, এ, পরীক্ষার পাঠ্য হওয়াতে উহ! প্রথমেই প্রকাশ করেন। মহামহোপাধ্যায় মহেশচন্দ্র স্থায়রত্ন মহাশয়ের অনুরোধে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত এল, এ, পরীক্ষাৰ্থ সংস্কৃত দশকুমার-চরিত হইতে একটি সংগ্ৰহ করিয়া ইং ১৮৮৮ সালে প্রথম প্রকাশিত করেন । উস্থা চাfয় বৎসর পাঠ্যরূপে নির্দিষ্ট থাকে i.

পূৰ্ব্বে বলা গিয়াছে যে, পিতৃদেবের চক্ষুতে ছানি পড়িয়াছিল । পরে যখন তিনি চক্ষু পুণর্লাভ করেন, তখন স্বহস্তে ভগবদগীতাখানি লিখিয়াছিলেন, এবং "কৃষ্ণষ্টক” নামে ৮ট শ্লোকও রচনা করেন। পেন্সন লইবার পর পিতৃদেব আরও ২ধণি পুস্তকের পাণ্ডুলিপি করিয়া স্থাখিয়া গিয়াছেন । ১ম—মশ্বসার, ২য়—কাশীখণ্ডসার । ( , ఫి-ఫి ) উপরের তালিকায় গিরিশচন্দ্রের একখানি পুস্তকের নাম বাদ পড়িয়াছে। উছা ১৮৭৭ খ্ৰীষ্টীকে প্রকাশিত ছাত্রশিক্ষা' ! ইণ্ডিয়৷ জাপিস লাইব্রেরিতে এই পুস্তকের এক থও আছে।