পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৭৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

না দিীি \b80・め>>も আত্মপরিচয় ও বিবরণ বিদ্যানিধি মহাশয় কর্তৃক স্বহস্তে লিখিত "আত্মপরিচয় ও বিবরণ" বঙ্গীয়-সাহিত্য-পরিষদের চিত্রশালায় রক্ষিত আছে। এই “আত্মপরিচয়” নিয়ে মুদ্রিত হইল :– ঐলালমোহন বিদ্যানিধি ভট্টাচার্যের আত্মপরিচয় ও বিবরণ জিলা নদিয়া বনগ্রাম সবডিবিজান মহেশপুর সমাজের yরমেশচন্দ্র ভট্টাচার্য্যের পুত্র ও রামলোচল তর্বসিদ্ধাস্তুের পেত্র, ৯রামরাম তর্কপঞ্চাননের প্রপৌত্র, নদিয়ার প্রধান রাজজ্ঞাতি ভূতারণচন্দ্র রায়ের দেংিক্র. ঐ লালমোহন বিষ্ঠানিfধ ভট্টাচাৰ্য্য জন্ম সম ১২৫১ সালের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পঞ্চম তিধি । পঞ্চমবর্ধমধ্যে বিচারন্থ। সপ্তমবংমধ্যে পাঠশালার খালি লেখাপড়া সমাপ্তি। একাদশ বর্ষে উপনয়ণ ও মুম্ববোধ ব্যাকরণ সংপূর্ণরপে আবৃত্তি। ১৩শ বর্ধমধ্যে মুগ্ধবোধ, অমরকোষ অভিধান, কবিকল্পক্রম ধাতুপাঠ ও ভfকাব্য অধ্যয়ন। এই সম্প্রদায়ের অধ্যয়ন মহেশপুরে, দিগম্বরপুর ও উলার তুষ্পাঠতে অধ্যয়ন হয়। তৎপরে মহেশপুরের छैष्ण স্কুলে প্রবেশ তথা হইতে ১৪ বৰ্ষ বয়ঃক্রমকালে ১৮৫৮ ইং সনে