পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৭৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থাবলী $4 ১৮৮৮ স্থঃ স্বন্ধে তিনি ১০০ বেতনে হুগলী দর্শাল স্কুলের । জেড় পণ্ডিতের পদ্ধ গ্রহণ করেন।...তিনি গবর্ণমেন্টের শিক্ষা বিভাগে ৩৪ বৎসর অতি দক্ষতার সহিত কাৰ্য্য করিষ্কা, ১৯০১ সালের ১৪ই আগষ্ট হুগলী নর্শাল স্কুল হইতে অবসর গ্রহণ করেন।... তিনি ১৩২৩ সালের ১২ই আশ্বিন রান্ত্রি ৪০ খটকার সময় ( ১৯১৬, ২৮শে সেপ্টেম্বর ) শান্ত্রিপুরে জাহ্নবীতীরে ইংৰাম ত্যাগ করেন } গ্রন্থাবলী বিদ্যানিধি মহাশয় যে-সকল পুস্তক রচনা বা সম্পাদন করিয়া গিয়াছেন, প্রকাশকাল সমেত সেগুলির একটি তালিকা দিলাম। ১। কাৰ্যনির্ণয়। নবেম্বর ১৮৬২ ৷ ইহা বাংলা ভাষায় অলঙ্কারাদি বিষয়ে আজিও একথানি প্রমাণিক গ্রন্থ হইয়া রহিয়াছে। লেখক ইঙ্গতে বিদ্যাপতি, চণ্ডীদাস, মধুসূদন দত্ত প্রমুখ বিখ্যাত কবিদিগের রচনা হইতে অংশ-বিশেষ উদ্ধৃত করিয়া বাংলার ছন, দোষ গুণ, রীতি ও অলঙ্কার সম্বন্ধে আলোচনা করিয়াছেন। ২ । সম্বন্ধনির্ণয় । [ ১৮ নবেম্বর ১৮৭৫ ] পৃ. ২৮৭ । ‘সম্বন্ধনির্ণয়’—বঙ্গদেশীয় আদিম জাতিসমূহের সামাজিক বৃত্তাস্তু। বঙ্গদর্শনে সমালোচনাকালে বঙ্কিমচন্দ্র মুক্তকণ্ঠে গ্ৰন্থখানির প্রশংসা করিয়াছিলেন । তিনি লিথিয়াছিলেন :–

  • है:t३छौ भt * *२*****८६ ।।