পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৭৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য-সবার পুরস্কার বঙ্গীয়-সাহিত্য-সম্মিলনের সভানেত্রী :–১৩৩৬ সালের ১৯২১এ মাঘ কলিকাতায় ১৯শ বঙ্গীয়-সাহিত্য-সম্মিলন অতুষ্ঠিত হয়। এই অধিবেশনে স্বর্ণকুমারী সাহিত্য-শাখার সভানেত্রী নিৰ্বাচিত হইয়াছিলেন। কিন্তু মূল সভাপতি রবীন্দ্রনাথ সম্মিলনে উপস্থিত হইতে না পারায়, তংপদে স্বর্ণকুমারী দেবী সৰ্ব্বসম্মতিক্রমে নিৰ্ব্বাচিত হন। ইতিপূৰ্ব্বে বঙ্গীয়-সাহিত্য-সম্মিলনে মূল সভানেত্রীর পদলাভের সৌভাগ্য আর কোন মহিলার ঘটে নাই। তবে ২০-২১ চৈত্র ১৩৩২ তারিখে সিউড়িতে অর্মুষ্ঠিত ১৭শ বঙ্গীর-সাহিত্য-সম্মিলনে তাহার কন্য সরলা দেবী সাহিত্য-শাখার সভানেতৃত্ব করিয়াছিলেন। জগত্তারিণী সুবর্ণ-পদক :–১৯২৭ খ্ৰীষ্টাঝে, শ্রেষ্ঠ লেখিকারূপে তাহাকে 'জগত্তারিণী সুবর্ণপদক' দান করিয়া কলিকাতা বিশ্ববিদ্যালয় স্বর্ণকুমারীর প্রতিভার সমাদর করিয়াছেন। মহিলাদের মধ্যে স্বর্ণকুমারীই সৰ্ব্বপ্রথম এই পদক লাভ করেন। মৃত্যু স্বর্ণকুমারীর সুদীর্ঘ জীবন বাণী-সাধনায় সমুজ্জ্বল। জীবনের শেষ দিন পর্য্যন্ত তিনি বঙ্গভারতীর সেবা করিয়া গিয়াছেন। ৩ জুলাই ১৯৩২ ( ১৯ আষাঢ় ১৩৩৯ ) তারিখে বালীগঞ্জের বাসভবনে তাহার জীবনপ্রদীপ চিরতরে নির্বাপিত হইয়াছে।