পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ξrb" ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অযথার্থ। বিদ্যাসাগরের চাকুরীর কাল দশ বংসরের অধিক নহে ; এত অল্প দিনের সরকার কাজে আংশিক পেনশনেরও অধিকারী হওয়া যায় ন। সত্য, কিন্তু তাহার সম্পাদিত কর্থের গুরুত্ব বিবেচনা করিয়া পুরস্কারস্বরূপ তাহাকে এককালীন কিছু টাকা দান করিলেই সরকারের পক্ষে শোভন হইত। ৩ নবেম্বর ১৮৫৮ তারিখে বিদ্যাসাগর নূতন অধ্যক্ষ ই. বি. কাওয়েলকে সংস্কৃত কলেজের কাজ বুঝাইয়া দিলেন। ইহার কিছু দিন পরেই বিদ্যাসাগর বোর্ড-অফ-একজামিনার্গের সদস্য-পদ ত্যাগ করিলেন ( মে, ১৮৬০ ) । ইহার কারণ তিনি ছোট লাটের সহিত সাক্ষাং-আলাপে বিবৃত করিয়াছিলেন । সরকারের (ব-সরকারী পরামর্শদাতা সরকারী কৰ্ম্ম ত্যাগ করিলেও বে-সরকারী পরামর্শদাতা হিসাবে বিদ্যাসাগর সরকারের বহু উপকার সাধন কবিয়াছিলেন। শিক্ষাসংক্রান্ত ব্যাপারে সরকার যখনই তাহার পরামর্শ চাহিয়াছেন, তিনি অকুষ্ঠিতচিত্তে তাহা দান করিয়াছেন। স্বল্প-পরিসর পুস্তকে সে-সকল বিষয়ে বিস্তারিত উল্লেখ সম্ভব নয়। এখানে কেবল সংক্ষেপে দুই-চারিটি বিষয়ের উল্লেখ করা হইল মাত্র। সংস্কৃঙ কলেজ ঃ বিদ্যাসাগরের অবসরগ্রহণের অঃ দিন পরেই শিক্ষা-বিভাগের ডিরেক্টর সংস্কৃত কলেজের সংস্কার সংক্রান্ত এক প্রস্তাব এবং উড়ো, রোয়ার ও সংস্কৃত কলেজের নূতন অধ্যক্ষ-কাওয়েল সাহেবের তদ্বিষয়ক মন্তব্য গুলি বাংলা-সরকারের কাছে পেশ করেন।