পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপস্থিত হইয়া, ক্রমে বিলক্ষণ মনান্তর ঘটিয়া উঠিল। জ্যেষ্ঠ ও ম সহোদরের অবমাননাব্যঞ্জক বাক্য প্রয়োগে, তদীয় অন্ত: মিরতিশয় ব্যথিত হইল। কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইয়া, তিনি কংি দিবস অতিবাহিত করিলেন ; অবশেষে, আর এ স্থানে অব:ি করা, কোনও ক্রমে, বিধেয় নহে, এই সিদ্ধাস্ত করিয়া, কাহাt কিছু না বলিয়, এককালে, দেশত্যাগী হইলেন। বঁীবসিংহ গ্রামে, উমাপতি তর্কসিদ্ধাস্ত নামে অতি প্ৰ পণ্ডিত ছিলেন . . . মজয় তর্কভূষণ এই উমাপতি তর্কসিদ্ধা তৃতীয় কন্যা দুর্গাদেবীর পাণিগ্রহণ করেন। দুর্গাদেবীর গ তর্কভূষণ মহাশয়ের, দুই পুত্র ও চারি কন্যা জন্মে l.জ্যেষ্ঠ ঠাকুর বন্দ্যোপাধ্যায় তামার জনক ] রামজয় তর্কভূষণ দেশত্যাগী হইলেন ; দুর্গাদেবী, পুত্ৰ । লইয়া, বনমালিপুরের বাটতে অবস্থিতি করিতে লাগিলেন । দিনের মধ্যেই দুর্গাদেবীর লাঞ্ছন। ভোগ, ও তদীয় পুত্ৰ কন্যা উপর কর্তৃপক্ষের অযত্ন ও অনাদর, এতদূর পর্য্যন্ত হইয়া উঠিল, দুর্গাদেবীকে, পুত্রদ্বয় ও কন্যাচতুষ্টয় লইয়া, পিত্ৰালয় যাইতে হইল কিছু দিনের মধ্যেই, পুত্র ও কন্যা লইয়া, পিত্রালয়ে কালযাপন । দুর্গাদেবীর পক্ষে বিলক্ষণ অসুখের কারণ হইয়া উঠিল। তিনি ত্ব বুঝিতে পারিলেন, তাহার ভ্রাতা ও ভ্রাতৃভাৰ্য্য! তাহার উপর অতি বিরূপ ; অনিয়ত কালের জন্তে, সাত জনের ভরণপোষণের ভারবহু তাহার, কোনও মতে, সম্মত নহেন।.দুর্গ বীকে, পুত্র কন্যা লই পিত্রালয় হইতে বহির্গত হইতে হইল। কসিদ্ধান্ত মহাশয় সাতি ক্ষুব্ধ ও দুঃখিত হইলেন, এবং স্বীয় বাটার অনতিদূরে এক কু নিৰ্ম্মিত করিয়া দিলেন। দুর্গাদেবী, পুত্র কন্যা লইয়া, সেই কুf