পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাধীন কৰ্ম্মক্ষেত্রে సెt নিযুক্ত হইলেন। স্কুলের নানরূপ সংস্কারে হাত দিয়া বিদ্যালয়ের সুপরিচালনার জন্য তিনি কতকগুলি নিয়ম প্রণয়ন করিলেন। বিদ্যালয়ের উদেশী-হিন্দু-বাশকগণ:ক ইংরেজী এবং বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে সম্যকৃরূপে প্রাথমিক শিক্ষা প্রদান করা। ১৮৬৪ খ্ৰীষ্টাব্দের গোড়া হইতে বিদ্যালয়টির নূতন নাম হয়—হিন্দু মেট্রোপলিটান ইনষ্টিটিউশন। ইতিমধ্যেই বিদ্যাসাগর মহাশয়ের পরিচালনার গুণে ছাত্রগণ কলিকাতাবিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় অপূৰ্ব্ব কৃতিত্ব দেখাইতে লাগিল। রাজা প্রতাপচন্দ্র সিংহ (ইং ১৮৬৬) এবং হরচন্দ্র ঘোষের (১৮৬৮) মৃত্যুতে এবং তংপূৰ্ব্বে অপর তিন জন সন্তের পদত্যাগে বিদ্যালয় পরিচালনের সম্পূর্ণ ভার বিদ্যাসাগরের উপর পড়িল। ১৮৭২ খ্ৰীষ্টারে জানুয়ারি মাসে দ্বারকানাথ মিত্র ও কৃষ্ণদাস পালকে লইয়া তিনি এক কমিটি গঠন করিলেন এবং বিদ্যালয়ে যাহাতে বি. এ. পৰ্য্যন্ত পড়া যায়, তদ্বিষয়ে বিশ্ববিদ্যালয়ে আবেদন করিলেন । বি. এ. পড়াইবার অধিকার ন পাইলেও ইহাতে ফাস্ট আর্টস পর্য্যন্ত পড়িতে পারা যাইবে, ইহ বিশ্ববিদ্যালয় মঞ্জুর করিলেন। ১৮৭৪ খ্ৰীষ্টাব্দে ফাস্ট আর্টস্ পরীক্ষায়

  • "এত দিন পরে বিদ্যাসাগর মহাশরের মেটোপলিটন ইনষ্টিটিউশনটি কলেজে পরিণত হইল। আপাতত উহাতে এল, এ, কোস পর্য্যন্ত পড়ান হইবে গবর্ণমেণ্ট উহ! BBBBS DBBBBBB BBBB BBBS BBB DBB BBBSDDS KS DDDD হইল, এইরূপ একখানি আবেদন করা হয় কিন্তু গবৰ্ণমেণ্ট তখন ডাহা গ্রাহ করেন নাই । দেশীয়দিগের দ্বার স্বাধীনভাবে প্রথম এই কলেজ স্থাপিত হইল।...আগামী জানুয়ারীর প্রথমেই কলেজটি খোলা হইবে । এল. এ. ক্লাসে আপাতত পাঁচ টাকা বেতন লওয়া হইবে। কলিকাতার মধ্যে মোট পলিটন ইনষ্টিটিউশনটি একটি প্রধান স্কুল যুক্তরাং

কলেজ হইলে যে উহা উত্তমরূপ চলিবে তাহ বিলক্ষণ রূপে আশা করা যাইতে পারে।-- ‘অমৃত বাজার পত্রিক। ২৮ ফেব্রুয়ারি ১৮৭২ ।