পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় খণ্ড—ষোড়শ পরিচ্ছেদ ૭૨ઉ হইল না। অদৃষ্ট গেল ঠিক উলটা পথে—বনবাসে—সন্ন্যাসে গেল। কে জানে আবার অদৃষ্ট ফিরিবে ? জ। এখন উপায় ? শ্রী । পলায়ন ভিন্ন ত আর উপায় দেখি না । কেবল রাজার জন্য বা রাজ্যের জন্য বলি না। আমার আপনার জন্যও বলিতেছি । রাজাকে রাত্রি দিন দেখিতে দেখিতে অনেক সময়ে মনে হয়, আমি গৃহিণী, উহার ধৰ্ম্মপত্নী। জ। তা ত বটেই। " শ্ৰী। তাতে পুরাণ কথা মনে আসে ; আবার কি ভালবাসার ফঁাদে পড়িব ? তাই, আগেই বলিয়াছিলাম, রাজার সঙ্গে সাক্ষাৎ না করাই ভাল। শত্র, রাজা লইয়া বার জন । জয়ন্তী। আর এগার জন আপনার শরীরে ? ভারি ত সন্ন্যাস সাধিয়াছ, দেখিতেছি ! যাহা জগদীশ্বরে সমর্পণ করিয়াছিলে, তাহ আবার কাড়িয়া লইয়াছ, দেখিতেছি ! আবার আপনার ভাবনাও ভাবিতে শিখিয়াছ, দেখিতেছি ! একে কি বলে সন্ন্যাস ? শ্ৰী । তাই বলিতেছিলাম, পলায়নই বিধি কি না ? জ। বিধি বটে । শ্ৰী। রাজা বলেন, আমি পলাইলে তিনি আত্মঘাতী হইবেন। জ। পুরুষ মানুষের মেয়ে ভুলান কথা ! পুষ্পশরাহতের প্রলাপ ! শ্ৰী । সে ভয় নাই ? জ। থাকিলে তোমার কি ? রাজা বাচিল মরিল, তাতে তোমার কি ? তোমার স্বামী বলিয়া কি তোমার এত ব্যথা ? এই কি সন্ন্যাস ? স্ত্রী। তা হোক না হোক—রাজা মরিলেই কোন সৰ্ব্বভূতের হিতসাধন হইল ? জ। রাজা মরিবে না, ভয় নাই। ছেলে খেলান হারাইলে কাদে, মরে না। তুমি ঈশ্বরে কৰ্ম্মসংন্যাস করিয়া যাহাতে সংযতচিত্ত হইতে পার, তাই কর। স্ত্রী। তা হইলে এখান হইতে প্রস্থান করিতে হয়। জ। এখনই। শ্ৰী। কি প্রকারে যাই ? দ্বারবানেরা ছাড়িবে কেন ? জ। তোমার সে গৈরিক, রুদ্রাক্ষ, ত্রিশূল, সবই আছে দেখিতেছি। ভৈরবীবেশে পলাও, দ্বারবানের কিছু বলিবে না। স্ত্রী। মনে করিবে, তুমি যাইতেছ? তার পর তুমি যাইবে কি প্রকারে ?