পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)●● সীতারাম খাম। তার পর এখন আজ সে তিন দিন পূরিল। রাজা টেট্রর দিয়েছেন যে, কাল এক মাগী চোরকে বেইজৎ করিয়া, বেত মারা যাইবে, যাহার ইচ্ছা হয়, দেখিতে আসিতে পারে। শুন নাই ? রাম। কি দুৰ্ব্বদ্ধি! তর্কালঙ্কার ঠাকুরই বা কিছু বলেন না কেন ? বড় রাণী বা কিছু বলেন না কেন ? দুটো গালাগালির ভয়ে কি তারা আর কাছে আসিতে পারেন না ? শু্যাম । তারা না কি অনেক বলেছেন। রাজা বলেন, ভাল, দেবতাই যদি হয়, তবে আপনার রক্ষা আপনিই করিবে, তোমাদের কথা কবার প্রয়োজন কি ? আর যদি মানুষ হয়, তবে আমি রাজা, চোরের দণ্ড আমি দিব, তোমাদের কথা কবার প্রয়োজন কি ? রাম। তা এক রকম বলেছে মন্দ নয়—ঠিক কথাই ত। . ত ব্যাপারটা কি হয়, কাল দেখতে যেতে হবে। তুমি যাবে ? শু্যাম । যাব বৈ কি। সবাই যাবে। এমন কাণ্ড কে না দেখতে যাবে ? অষ্টাদশ পরিচ্ছেদ আজ জয়ন্তীর বেত্ৰাঘাত হইবে । রাজ্যে ঘোষণা দেওয়া হইয়াছে যে, তাহাকে বিবস্ত্রা করিয়া বেত্ৰাঘাত করা হইবে। প্রভাত হইতে লোক আসিতে আরম্ভ করিল। বেলা অল্প হইতেই দুর্গ পরিপূর্ণ হইল, আর লোক ধরে না। ক্রমে ঠেসাঠেসি ঘেসাঘেঁসি পেষাপেষি মিশামিশি হইতে লাগিল। এই দুর্গমধ্যে আর এক দিন এমনই লোকারণা হইয়াছিল—সে দিন রমার বিচার। আজ জয়ন্তীর দণ্ড । বিচার অপেক্ষা দণ্ড দেখিতে লোক বেশী আসিল । নন্দ বাতায়ন হইতে দেখিলেন, কালো চুল মাথার তরঙ্গ ভিন্ন আর ' কিছু দেখা যায় না ; কদাচিৎ কোন স্ত্রীলোকের মাথায় আঁচল বা কোন পুরুষের মাথায় চাদর জড়ান, সেই কৃষ্ণসাগরে ফেনরাশির ন্যায় ভাসিতেছে। সেই রমার পরীক্ষা নন্দার মনে পড়িল, কিন্তু মনে পড়িল যে, সে দিন দেখিয়াছিলেন যে, সেই জনার্ণব বড় চঞ্চল, সংক্ষুব্ধ, যেন বাত্যাতাড়িত ; রাজপুরুষের কষ্টে শান্তি রক্ষা করিয়াছিল —আজ সকলেই নিস্তব্ধ । সকলেরই মনে রাজ্যের অমঙ্গল আশঙ্কা বড় জাগরূক। সকলেই মনে মনে ভয় পাইতেছিল। আজ এই লোকারণ্য সিংহব্যাঘ্ৰবিমৰ্দ্দিত মহারণ্য অপেক্ষাও ভয়ানক দেখাইতেছিল।