পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¥ływ \. কালে বুদ্ধি ফিরিয়া আসিবে চন্দ্রচূড় ভাবিতে লাগিলেন, “ইহার বিহিত কি কর্তব্য ? এখন গঙ্গারামকে পদচ্যুত করিয়া আবদ্ধ করা ভিন্ন উপায় নাই। কিন্তু তাহাৰে পাচু্যত বা কারাবদ্ধ কৰি কি প্রকারে ? সে যদি মা মানে ? নগর সিপাহী সবই ত তার হাতে। সে আমারে উলটিয়া কারাবদ্ধ করিতে পারে। ঘৃণায়ের সাহায্য ভিন্ন তাহাকে আবদ্ধ করিতে পারিব না-কিন্তু যদি গঙ্গারাম অবিশ্বাসী, তবে মৃন্ময়কেই বা বিশ্বাস কি ? তবে সাবধানের মার নাই-সতর্ক থাকাই ভাল। ৰিপক্ষ ঘটে, তখন নারায়ণ সহায় হইবেন। এখন প্রথমতঃ গঙ্গারামের মন বুঝিয়া দেখিতে হইবে।” এইরূপ ভাবিয়া চন্দ্রচূড় তখন আর কাহারও সাক্ষাতে কোন কথা প্রকাশ করিলেন না। পরে পৃ. ৬৯, পংক্তি ৬, এই পংক্তির পর নিম্নলিখিত অংশটি ছিল— চন্দ্রচূড় বলিলেন, “আমার বিবেচনায়, গঙ্গারামও দ্বিতীয় সেনাপতি হইয়া ঘৃণায়ের সাহায্যার্থ যাওয়া ভাল * * - গঙ্গারাম চুপ করিয়া রহিল—দেখিতেছে, মৃন্ময় কি বলে। মৃগায়ের একটু রাগ হইয়াছে—আমি কি এক লড়াই পারি না যে—আমার সঙ্গে আবার গঙ্গারাম ! অতএব মৃগয় রুষ্টভাবে বলিল, “তা চলুন না—বেশ ত!” গঙ্গারাম তখন বলিল, “আমি যাব ত নগর রক্ষা করিবে কে ?” চন্দ্র। মৃন্ময় না হয় সে জন্ত এক জন ভাল লোক রাখিয়া যাইবেন। ** গঙ্গা। নগর রক্ষার জন্ত রাজার কাছে জবাবদিহি আমাকে করিতে হইবে। অতএব আমি নগর ছাড়িয়া কোথাও যাইব না। চন্দ্র। আমি নগর রক্ষা করিব। গঙ্গা । করিবেন। কিন্তু আমার উপর যে কাজের ভার অাছে, তাহা আমি করিব। তখন চন্দ্রচূড় মনে মনে বড় সন্ধি হইলেন। প্রকাতে বলিলেন, “যাহা তোমরা ভাল বুঝ— তাই করিও ।” \ - পৃ. ৬৯, পংক্তি ২৫, “জগতের বন্ধু” কথা দুইটির স্থলে “জগৎপিতা” ছিল। পূ. ৭১, পংক্তি ১, এই “দ্বাদশ” পরিচ্ছেদটি প্রথম সংস্করণের “ত্রয়োদশ” পরিচ্ছেদ । পংক্তি ৪, “তখন তিনি” কথা ছুইটির পরই ছিল— কোন কৌশলে গঙ্গারামকে আবদ্ধ না করিয়া এই সৰ্ব্বনাশ উপস্থিত করিয়াছেন, নিশ্চয় বুঝিয়া, পৃ. ৭১, পংক্তি ৫-৭, “এমন সময়ে.শিহরিয়া উঠিলেন।” এই অংশটি ছিল না। পংক্তি ১৭, “ও” কথাটির স্থলে “ঞ্জ।” ছিল।