পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় খণ্ড-পঞ্চদশ পরিচ্ছেদ సే “তোম্ কাহে হিয়া বৈঠ বৈঠকে তোপ ছোড়তে হে ?” “কেন বাপু, তাতে কি দোষ হয়েছে ? মুসলমানের সঙ্গে তোমরা মিলেছ ?” “আরে মুসলমান আনেসে হমলোক আভি হাকায় দেতে—তোম্ কাহেকে দিক্ কিয়ে হো ? চল হুজুরমে যানে হোগা ।” “কার কাছে যাব ?” “কোতোয়াল সাহেবকি হুকুমসে তোমকে উনক পাশ লে যাঙ্গে ।” “আচ্ছা যাই । আগে নেড়েরা বিদায় হোক। যতক্ষণ ওদের মধ্যে এক জনকে ও পারে দেখা যাইবে, ততক্ষণ তোরা কি, তোদের কোতোয়াল এলে উঠিব না। ততক্ষণ দেখ দেখি, যে মানুষটা মরিয়া আছে, ও কে চিনিতে পারিস কি না ?” সিপাহীরা দেখিয়া বলিল, “হা, হামলোক ত ইস্কো পহচানতে হেঁ। য়ে ত হমার গোলন্দাজ পিয়ারীলাল হৈঁ—য়ে কাহাসে আয় ?” “তবে আগে ওকে গড়ের ভিতর নিয়ে যা—আমি যাচ্ছি।” সিপাহীরা পরস্পর বলাবলি করিতে লাগিল, “য়ে আদ্‌মি ত অচ্ছ বোলত হৈ । যে তোপ্ৰকা পাশ রহেগ, ওসিকো লে যানেকে হুকুম হৈ । এই মুরদার তোপূক পাশ হৈ । —উসকে আলবৎ লে যানে হোগা ।” কিন্তু মড়া—হিন্দু সিপাহীরা ছুইবে না। তখন পরামর্শ করিয়া এক জন সিপাহী, ডোম ডাকিতে গেল—আর তিন জন তাহার প্রতীক্ষা করিতে লাগিল । এ দিকে কালি বারুদ মাখ পুরুষ, ক্রমে ক্রমে দেখিলেন যে, মুসলমান সিপাহীরা সব তীরে গিয়া উঠিল। তখন তিনি সিপাহীদিগকে বলিলেন, “চল বাবা, তোমাদের কোতোয়াল সাহেবকে সেলাম করি গিয়া চল ।” সিপাহীরা সে ব্যক্তিকে ধরিয়া লইয়া চলিল । সেই সমবেত সজ্জিত দুৰ্গরক্ষক সৈন্যমণ্ডলীমধ্যে যেখানে ভীত নাগরিকগণ পিপীলিকাশ্রেণীবৎ সারি দিয়া দাড়াইয়া আছে—সেইখানে সিপাহীরা সেই কালিমাখা বারুদমাখা পুরুষকে আনিয়া খাড়া করিল। তখন সহসা জয়ধ্বনিতে আকাশ পূরিয়া উঠিল। সেই সমবেত সৈনিক ও নাগরিকমণ্ডলী, একেবারে সহস্র কণ্ঠে গর্জন করিল, “জয় মহারাজের জয় ।” “জয় মহারাজাধিরাজকি জয় ।” “জয় গ্রীসীতারাম রায় রাজা বাহাদুরকি জয় ।” “জয় লক্ষ্মীনারায়ণজীকি জয় ।”