পাতা:সুকান্ত সমগ্র.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

স্বপ্তোত্থিত পিরামিড দুঃসহ জ্বলায়
পৈশাচিক ক্রুর হাসি হেসে
বিস্তীর্ণ অরণ্য মাঝে কুঠার চালায়;
কালো মৃত্যু ফিরে যায় এসে॥




হে পৃথিবী
হে পুথিবী, আজিকে বিদায়
এ তুর্ভাগ চায়,
যদি কভু শুধু ভুল ক’রে
মনে রাখো মোরে -
বিলুপ্তি সার্থক মনে হবে
দুর্ভাগার।
বিস্মৃত শৈশবে
যে আঁধার ছিল চারিভিতে
তারে কি নিভৃতে
আবার আপন ক’রে পাব,
ব্যর্থতার চিহ্ন এঁকে যাব,
স্মৃতির মর্মরে?
প্রভাতপাখির কলস্বরে
যে লগ্নে করেছি অভিযান,
আজি তার তিক্ত অবসান

১৪৪