পাতা:সেঁজুতি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সেঁজুতি

শুনি বিদায়ের দ্বার খুলিবার শব্দ সে অদূরে
ধ্বনিতেছে সূর্যাস্তের রঙে রাঙা পুরবীর সুরে।
জীবনের স্মৃতিদীপে আজিও দিতেছে যারা জ্যোতি
সেই ক’টি বাতি দিয়ে রচিব তোমার সন্ধ্যারতি
সপ্তর্ষির দৃষ্টির সম্মুখে, দিনান্তের শেষ পলে
র’বে মোর মৌন বীণা মূর্ছিয়া তোমার পদতলে।
আর র’বে পশ্চাতে আমার, নাগকেশরের চারা
ফুল যার ধরে নাই, আর র’বে খেয়াতরীহারা
এপারের ভালবাসা, বিরহস্মৃতির অভিমানে
ক্লান্ত হয়ে, রাত্রিশেষে ফিরিবে সে পশ্চাতের পানে।

গৌরীপুর ভবন, কালিম্পং।
২৫শে বৈশাখ, ১৩৪৫