পাতা:সেঁজুতি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
উৎসর্গ

ডাক্তার সার নীলরতন সরকার
বন্ধুবরেষু-

অন্ধ তামস গহ্বর হতে
ফিরিনু সূর্যালােকে।
বিস্মিত হয়ে আপনার পানে
হেরিনু নূতন চোখে।
মর্ত্যের প্রাণ-রঙ্গভূমিতে
যে-চেতনা সারারাতি
সুখ দুঃখের নাট্যলীলায়
জ্বেলে রেখেছিল বাতি
সে আজি কোথায় নিয়ে যেতে চায়
অচিহ্নিতের পারে,
নব প্রভাতের উদয়সীমায়
অরূপলােকের দ্বারে।
আলো আঁধারের ফাঁকে দেখা যায়
অজানা তীরের বাসা,
ঝিমিঝিমি করে শিরায় শিরায়
দূর নীলিমার ভাষা॥