পাতা:সেঁজুতি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সেঁজুতি

যার পরিচয় কারো মনে নাই,
যার নাম কভু কেহ শোনে নাই,
না জেনে নিখিল পড়ে আছে পথে
যার দরশন মাগি’-
তারি সত্যের অপরূপ রসে
চমকিবে মন অভূত পরশে,
মৃত পুরাতন জড় আবরণ
মুহূর্তে যাবে ভাগি’,
যুগ যুগ ধরি’ তাহার আশায়
মহাকাল আছে জাগি’॥

শান্তিনিকেতন
৪।১০।৩৬


৫২