পাতা:সেঁজুতি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সেঁজুতি
মায়া



করেছিনু যত সুরের সাধন
নতুন গানে,
খসে পড়ে তার স্মৃতির বাঁধন
আলগা টানে।
পুরানো অতীতে শেষে মিলে যায়।
বেড়ায় ঘুরে,
প্রেতের মতন জাগায় রাত্রি
মায়ার সুরে।


ধরা নাহি দেয় কণ্ঠ এড়ায়
যে সুরখানি
স্বপ্ন গহনে লুকিয়ে বেড়ায়
তাহার বাণী।

৫৯