পাতা:স্ত্রী-রোগ.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@之 স্ত্রী-রোগ । পরিবৃৰ্দ্ধন ও বাৰ্দ্ধক্যজনিত ক্ষয় জন্ত খৰ্ব্ব হয়। সাউণ্ড দ্বার। তাহ নির্ণয় হইতে পারে। স্বাভাবিক জরায়ু সন্মুখে ঈষৎ মত কিন্তু যে কোন পাশ্বে স্থানভ্রষ্ট বা নত হইলে উহার পরিবর্তন হয়। তন্দ্রপ অবস্থায় স্বকৌশলে সাউণ্ড প্রবেশ করাইতে হয় । জরায়ু সুস্থাবস্থায় সকল পাশ্বেই সঞ্চালিত হইতে পারে । কিন্তু প্রদাহ ইত্যাদি কারণে আবদ্ধ থাকিলে সঞ্চালিত হয় না। স্বাভাবিক অবস্থায় সাউও প্রবেশ করাইলে শোণিতস্রাব হয় না। কিন্তু সাউও প্রবেশ করানর পর যদি শোণিত নিঃস্বত হয়, তবে প্রদাহ, পলিপস, ক্যানসার বা ক্ষত ইত্যাদি বৰ্ত্তমান থাকার সস্তাবনা । রোগিণীকে যে কোন অবস্থায় শয়ান ভাবে সাউণ্ড প্রবেশ করান যায়। দক্ষিণ হস্তের তজ্জনী ও মধ্যমাঙ্গুলী যোনিমধ্যে প্রবেশ করাইয়া নখ দ্বারা মুখের সম্মুখ ওষ্ঠ স্পর্শ করিয়া থাকিবে। এই সময়ে অঙ্গুলীর সম্মুখ সেক্রমের এবং পশ্চাৎ পিউবিসের অভিমুখে থাকা আবশ্যক। বামহস্ত দ্বারা সাউণ্ড ধরিয়া এরূপভাবে যোনি মধ্যে প্রবেশ করাইবে যে তাহার কুঞ্জদিক্ পিউবিসের এবং স্ল্যজদিক্‌ সেক্রমের দিকে থাকে। এই ভাবে সাউণ্ড চালাইয়া তর্জনীর সাহায্যে জরায়ু-মুখমধ্যে প্রবেশ করাইবে । (২০শ চিত্র) এই সময়ে সাউণ্ডের গতি তর্জনীর সন্মুখ প্রদেশের গতি অনুযায়ী হওয়া উচিত। তৎপর জরায়ুমুখ যদি সম্মুখ ও নিম্নাভিমুখে থাকে, তবে এই ভাবেই ধীরে ধীরে অভ্যন্তরে চালিত করিবে (২১শ চিত্র) ; কিন্তু যদি স্বাভাবিক অর্থাৎ নিম্ন ও পশ্চাৎমুখ থাকে তবে এইভাবে এক ইঞ্চ মাত্র গ্রীবার , অভ্যস্তরে প্রবেশ করাইয়৷ তৎপর এরূপভাবে সাউণ্ড ঘুরাইবে যে, তাহার মুজি প্রদেশ সম্মুখ এবং কুঞ্জ প্রদেশ পশ্চাৎ অর্থাৎ সেক্রমের দিকে পরিবর্তিত হয়। এই সময়ে সাউও বুরাইতে একটু কৌশলের প্রয়োজন,—সাউণ্ডের মুষ্টি তাহার নিম্ন হইতে পাখদিয়া উদ্ধাভিমুখে যথাসম্ভব ক্ষুদ্র অৰ্দ্ধ চক্রে ঘুরিয়া আইসে,