পাতা:স্ত্রী-রোগ.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোগ-পরীক্ষণ ¢ ግ প্রভৃতি বহির্গত করা, সঙ্কীর্ণ জরায়ুগ্ৰীব প্রসারণ, ক্যানসারাক্রাস্ত বিধান চাচিয়া বহির্গত করা, বক্রত সরল কর, জরায়ু-গহ্বরে ঔষধ প্রয়োগ, বাপক ও বন্ধাত্ব প্রভৃতির চিকিৎসার জন্ত টেণ্ট ব্যবহৃত হয়।

  • সাধারণ টেণ্ট তিন প্রকার,—স্পঞ্জ (Sponge), টাঙ্গল (Tangle) টাপেলে (Tupelo) । প্রত্যেক টেন্টে স্বত্র সংলগ্ন থাকে । নানারূপ স্থল ৷ অন্ততঃ দুই ইঞ্চ দীর্ঘ হওয়া আবখ্যক, নতুবা গ্রীবার অভ্যস্তুর মুখ পর্য্যস্ত যাইতে পারে মা । সংলগ্ন স্বত্র সমস্ত দৈর্ঘ্য পর্য্যস্ত থাকা প্রয়োজন, নতুবা বহির্গত করার সময়ে ভগ্ন হুইয়া বহির্গত হইবার

অণশ*{ । স্পঞ্জ টেণ্ট ( ২৩শ চিত্ৰ ) স্পঞ্জ দ্বারা প্রস্তুত । এই টেণ্ট প্রয়োগ করিলে সত্বরে প্রসারিত হয় এবং দুৰ্ব্বল জরায়ুতে তৎক্ষণাৎ কাৰ্য্য করে, তজ্জন্ত প্রসব সময়ে আবখ্যক হইলে উপকারী কিন্তু দূষিত পদার্থ শীঘ্র সংক্রমিত ও শ্লৈষ্মিক ঝিল্লি সহ দৃঢ় আবদ্ধ হওয়ার সম্ভাবনা। পরস্তু ক্ষত থাকিলেও ইহা অব্যবহার্য্য। টাঙ্গল বা সিটাঙ্গল টেণ্ট ( ২৪শ চিত্র ) ল্যামিনেরিয়া ডিজিটেট কাষ্ঠ দ্বার প্রস্তুত, কোন কোনটীর অভ্যস্তরে ছিদ্র থাকে । এইরূপ ছিদ্রবিশিষ্ট টেন্টের বিশেষ সুবিধা এই যে, জরায়ু-গহবরে রসাদি সঞ্চিত হইলে তাহ সহজে বহির্গত ইয়া যাইতে পারে সুতরাং জরায়ু শূল (Colic) উপস্থিত হইতে পারে না । এষ্ট শ্রেণীর টেন্ট অত্যন্ত স্বাক্ষা এবং স্থল উভয়ই প্রাপ্ত হওয়া যায় ; প্রসারিত হওয়ার পর অপরিস্কার তীক্ষ হয়, ধীরে ধীরে ও সৰ্ব্বত্র সমভাবে স্ফীত হয় । /* টাপেলে টেণ্ট (২৫শ চিত্র) নাইস একোয়াটিক নামক মূল দ্বার প্রস্তুত ইহা সকল আয়তনের হটতে পারে। অতি মসৃণ, সত্বরে সমভারে প্রসারিত হয়, দূষিত পদার্থ সংক্রমিত হয় না, তজ্জন্ত ক্ষত থাকিলেও ব্যবহার করা যাইতে পারে। সুতরাং এই টেণ্টই উৎকৃষ্ট ।