পাতা:স্ত্রী-রোগ.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোগ-পরীক্ষা । )به و উচ্চ, সেই স্থানে হুচিকা প্রবেশ করাইৰে। এই সময়ে সাবধান ইতে হইবে, ধেম অন্ত্র আহত না হয়। উদূরে স্বক সটান করিয়া হুচিক। প্রবেশ করাইয়া বহির্গত করার পর ত্বক ছাড়িয়া দিলেই প্রবেশ জনিত রন্ধ বন্ধ হইয়া যায়, তথাচ সেই স্থানে টিংচার বেঞ্জইন কোঃ ভূলাসহ সংলগ্ন করা উচিত। সরলান্ত্র বা যোনি মধ্যে প্রবেশ করাইতে হইলে অঙ্গুলী সহ স্থচিকা প্রবেশ করাইয়া তৎপরে নির্দিষ্ট স্থান বিদ্ধ করিবে । সরলাস্ত্র মধ্যে প্রবেশ করাষ্টবার সময়ে স্থচিকার তীক্ষ্ণ অস্তু দ্বার। অন্য স্থান আহত হওয়ার প্রতিবিধান জন্ত তীক্ষু অস্তে এক খণ্ড কর্ক বিদ্ধ করিয়া লইবে । তৎপর নির্দিষ্ট স্থানে উপস্থিত হুইলে অঙ্গুলীর সাহায্যে ঐ কর্ক দুরীভূত করা সহজ। যোনির ছাদের সন্নিকটে বৃহদায়তন ধমনী আছে, তাহা স্মরণ রাখা আবশুক । অণ্ডাধারের কোষার্বদের তরল পদার্থের বর্ণ ঈষৎ পীত বা বিরুত লালী গুড়ের অনুরূপ। উত্তাপ ও যবক্ষার দ্রাবকসহ সংযত হয়, আণুবীক্ষণিক পরীক্ষায় অণ্ডাধারের দানাময় পদার্থ দেখা যায়। ব্রড লিগামেন্টের কোৰাব,দের স্রাব পরিষ্কার, কঠিন পদার্থ বিহীন এবং সংযত হয় না। সোত্রিক কোষাবাদের প্রাধ কঠিন পদার্থ বিধান, সামান্ত পীত বর্ণ বিশিষ্ট । উদরীর শ্রাবও পীত বর্ণ বিশিষ্ট ; উত্তাপ ও শৈত্য উভয়েই সংযত হয়। জরায়ুর বহির্ভাগে গর্ভ সঞ্চারের শ্রাব বিভিন্ন প্রকৃতি বিশিষ্ট। প্রদাহ জন্য স্ফোটক হইলে পুয়-কোষ প্রাপ্ত কুওয়া ঘ*য় । •এক্সপ্লোরেটরী #Afonso (Exploratory incision) —$7:গহরের অৰ্ব্বদ নির্ণয়ের সমস্ত উপায় ব্যর্থ হইয়াছে অথচ অস্ত্র করা আবগুক, তদ্রুপ স্থলে এইরূপে পরীক্ষা করা হয়। এতদ্বারা যে কোন অনিষ্ট হয় না, এমত নহে। মধ্য রেখায় ত্বকে একটা নাতিদীর্ঘ কৰ্ত্তন করতঃ কোষিক বিধান, ৰস, টেশুিনাস গঠন, এবং অস্ত্রাবরকের নিম্ন