পাতা:স্ত্রী-রোগ.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A. স্ত্রী-রোগ । واي .6 thraf injector) বা তদ্রুপ দ্বিনল বিশিষ্ট যন্ত্র দ্বারা পিচকারী প্রয়োগ কৰিলে ঔষধ প্রয়োগ মাত্র অপর নল দ্বারা বহির্গত হইয়া যাইতে পারে। ডাক্তার ম্যাকনাটোন জোন্সের জরাযু-গহবরে ঔষধ প্রয়োগের যন্ত্র দ্বার প্রয়োগের সুবিধা এই যে, নল-মধ্য-স্থিত শলাকায় সঞ্চাপ দিলে ঔষধ জরায়ু-গহবরে প্রবেশxকরে, তৎপর শলাকা আকর্ষণ করিলেই পুনৰ্ব্বার নল মধ্যে ঔষধ প্রবিষ্ট হয় । এই অবস্থায় নল বচিগত করিয়া লইলে জবায়ু-গহবরে ঔষধ থাকার আশঙ্কা তিরোহিত হয় । এই শলাকার অস্তে এক থও ক্ষুদ্র স্পঞ্জ এবং একটা শুিং থাকে। এই যন্ত্র দ্বারা মূত্রনালীমধ্যেও ঔষধ প্রয়োগ করা যাইতে পারে । জরায়ুমধ্যে পিচকারী প্রয়োগের পূৰ্ব্বে (১) গ্রীবার বক্রতার ও (১) শ্রাব বহির্গত হু ওয়ার কোন প্রতি বন্ধকতা বর্তমান থাকিলে তাহার এবং (৩) প্রদাeোংপত্তি ও (৪) বায়ু প্রবেশের প্রতিবিধান, (৫) আৰ্ত্তব স্রাব বদ্ধ ও ওয়াধ দুই দিন পর এবং এক সপ্তাহ মধ্যে ঔষধ প্রয়োগ, এবং (৬) উষ্ণ জলের পিচকারী প্রয়োগ দ্বারা জরায়ু-উত্তেজনা স্থির করা কৰ্ত্তব্য । (৭) নাইট্রেট অফ সিলভাব দ্রব পিচকারী দ্বারা প্রয়োগ কর। আমুচিত । ডাষ্টপুট বা বিশুদ্ধ টিংচার আইওডিন, ডাক্ট লুট-জল বা গ্লিসিরিণ মিশ্রিত কাঞ্চলিক এসিড, টিংচার ষ্টিল, সলফেট ও ক্লোরাইড অফ জিঙ্ক দ্রব ভূতির পিচকারী দেওয়া যায় । তুলী দ্বারা প্রয়োগ জন্ত যেরূপ শক্তিবিশিষ্ট ঔষধ প্রযোগ করা হয়, পিচকারীতে তদপেক্ষা মৃদু প্রকৃতির ঔষধ ব্যবহার্ণ্য। শূন্তগর্ভ সাউণ্ড সঙ্গ কাচের পিচকারী সংলগ্ন যন্ত্র দ্বারা প্রয়োগ (৩৭শ চিত্র) স্থবিধাজনক। একসময়ে ১০—১৫ बिन्नून অতিরিক্ত ঔষধ প্রয়োগ বিপদজনক । lo মলম প্রয়োগ করিতে হইলে লম্বা প্রোব বা অন্ত কোন ষন্ত্রের সাহায্যে প্রবেশ করান , কর্তব্য । একখাই ওল, কাৰ্ব্বলিক এসিড,