পাতা:স্ত্রী-রোগ.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* স্ত্রী-রোগ । כסכי গ্রীব কোমল হইলে অস্তঃসত্বাবস্থা স্থির করিৰে । অণুমাত্ৰ সনে উপস্থিত হইলেও সাউও প্রবেশ করাইবে না। পঞ্চম ও খৃষ্ট মাগে গঞ্জ সম্বন্ধে নিঃসন্দেহ হওয়া যাইতে পারে। সৌত্রিক এবং "কোৰিক অৰ্ব্বদ, উদী, উদর-স্ফীতি প্রভৃতি নানা কারণে जब इद्देड़ भहिf তজপ স্থলে ভ্রণের হৃৎপিণ্ডের শব্দ স্থির হইলে निम्नत्वंद डब অন্তঃসত্বাবস্থায় জরায়ুর আকৃতির সহিত কলসীর আকৃতির কিঞ্চিৎ ৷ cगोनाष्ट्रंथ आ८छ् । & orsosi (Anaemic, Chlorotic) –æssbiss পীতাভ শুভ্রবর্ণ, ওষ্ঠ ও মাটী পাংগুটে, ত্বকৃ বিবর্ণ, হৃৎপিণ্ডে রক্তক্ষ্মীনতা-জনিত শব্দ, জুগুলার-স্পন্ন বা ক্রষ্ট, রেটিনা সাদা, অক্ষিপল্লব ও ग्रंथ মণ্ডলের স্ফীতত ভাব এবং শিরঃপীড়া, অক্ষুধা, অরুচি, অবসন্নতা, অলসত, তন্দ্র এবং নান স্থানে স্নায়বীয় বেদন প্রভৃতি লক্ষণ সম্মিলিত হইয়া রোগিণীকে অবসাদগ্ৰস্ত করে। হৃৎপিণ্ডের স্থানে এক প্রকার বিশেষ বেদন হইতে পারে । শোণিত পাতলা এবং লোহিত কণিকার সংখ্যা হ্রাস হয়। অণ্ডাধার ও জরায়ুর জীবনী এবং পোষণশক্তি ক্ষীণ হওয়ায় তাহাদিগের ক্রিয়া সম্পন্ন না হওয়ায় ক্রমে অণ্ডোৎপাদন বন্ধ হয় । , , ą Fffirfargl ( Plethoric ) t—ইহার লক্ষণ সমূহ রক্তহীনতার লক্ষণের সম্পূর্ণ বিপরীত। শোণিত পরিপূর্ণ দেহে সঙ্গমেন্দ্রিয় সমূহে রক্তবেগ অধিক হয়। অধিক শোণিত সঞ্চিত হওয়ায় সমস্ত যন্ত্রেরই পোষণ এবং বর্ধমশক্তি হ্রাস হয়। অণ্ডাধারও জরায়ুর রক্তাধিক্য থাকায় অণ্ডোৎপত্তির বিয় এবং আৱৰ্ত্তৰপ্ৰাৰ हैमब्रबिंख् হইয় পরে বন্ধ হয়। এই শ্রেণীর পীড়া শোণিতপূৰ্ণ বেছ ষ্ট্রেগছজেই স্থির হইতে পারে। এতৎসহ শিরঃপীড়া, ৰৎকম্পন প্রভৃতি ক্ষণও বর্তমান থাকিতে পারে। ' ' - - -