পাতা:স্ত্রী-রোগ.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীযুক্ত রায় দয়ালচন্দ্র সোম এম, বি. বাহাদুর কর্তৃক ' ভূমিকা । এই গ্রন্থের দ্যায় একখানি গ্রস্থের অভাব অনেক দিন হইতে অনুভূত হইতেছে । কিন্তু এক্ষণে চিকিৎসিকাগণের সংখ্যা ক্রমশঃ বুদ্ধি হওয়ায় এবং তাহাদিগের সাহায্যাৰ্থ বঙ্গভাষায় কোন সীচিকিৎসা গ্রন্থ না থাকায়, সেই অভাব বশত: তাহাদিগকে অত্যন্ত অসুবিধা ভোগ করিতে হইতেছে । একারণ আমি এই গ্রন্থ প্রকাশ হওয়াতে যং পরোনাস্তি সস্তষ্ট হইয়াছি । স্ত্রীরোগের চিকিৎসা স্ত্রী চিকিৎসি কাগণের দ্বারা হওয়াই শ্ৰীশ্ৰীমতী লেডী ডফরীণের চেষ্টার মুখ্য উদ্দেশু ; কারণ, এতদ্দেশীয় অস্ত:পুরবাসিনী মহিলাগণের সাধারণ রোগের চিকিৎস। পুরুষ চিকিৎসকগণ দ্বারা হইতে তাহাদিগের কোন আপত্তি না থাকিলেও, তাছার সাধারণতঃ জননেন্দ্রিয় সংক্রান্ত রোগের চিকিৎসা পুরুষ চিকিৎসকগণ দ্বার করাইতে নিতাস্ত অনিচ্ছুক ; এমন কি, নিম্ন শ্রেণীর স্ত্রীলোক ও এইরূপ রোগে পুরুষ চিকিৎসক দ্বারা চিকিৎসিত হইতে সন্মত হয় না । পরস্তু এইরূপ রোগে আক্রাস্ত হইলে, তাহfর নিজ পরিবারস্থ পুরুষগণের নিকটেও তাহ প্রকাশ করিতে নিতান্ত অনিচ্ছুক, এজষ্ঠ তাহার শেষে বাধ্য হইয়া মুখ ধাইদিগের হস্তে আত্ম সমর্পণ করে, কিন্তু এই সকল ধাই তাহাদিগের অবস্থা প্রায়শঃই অধিকতর শোচনীয় করিয়া তোলে । এতদেশীয় মেডিক্যাল কলেজ সমূহে স্ত্রী ছাত্রীগণের শিক্ষা করিবার নিয়ম হইয়ছে, এবং বিলাত ইতে চিকিৎসা বিদ্যায় ব্যুৎপন্ন মহিলাগণ এদেশে আলিতেছেন ; তাহাতে উপযুক্ত স্ত্রী-চিকিৎসিকগণের সংখ্যা বৃদ্ধি হইতেছে, সন্দেহ নাই। কিন্তু তাহার কেবল বড়