পাতা:স্ত্রী-রোগ.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বড় নগরে থাকেন, এবং তাহাদিগের সংখ্যা দেশের লোক সংখ্যার তুলনায় নিতন্তে অন্ন ; এজন্য বাঙ্গাল মেডিক্যাগ স্কুল সমূহের পরীক্ষোতীর্ণ ছাত্রাণিগের প্রতি সম্পূর্ণ নির্ভর করিতে হয়। এইসকল পরীক্ষোন্তীর্ণ ছাত্রী যতদিন স্কুলে পাঠ করেন ততদিন তাগদিগকে অনান্ত বিষয় শিক্ষা করিতে অনেক সময় অতিবাহিত করিতে হয়, এবং উrহার স্কুল সংক্রান্ত হাসপাতালস্থ রোগিগণের চিকিৎসা দেখিয়া শিক্ষা লাভ করিতে প্রচুর সময় প্রাপ্ত হন না, ও তাহাদিগের সাহায্যাৰ্থ ভাল গ্রন্থ ও নাই । চিকিৎসায় প্রর গু হইয়া যে পুস্তকের সাহায্যে সুচারুরূপে চিকিৎসা কর। যাইতে পাবে, এরূপ একথানি উৎকৃষ্ট গ্রন্থ প্রত্যেক চিকিংসিকার পক্ষে অতিশয় বাঞ্ছনীয়, কারণ তাহাতে অনেক পরিমাণে আভ্যন্তরিক রোগগ্ৰস্তা স্ত্রীলোকের কষ্ট নিবারণ হইতে পারে । এই গ্রন্থের রচয়িত এক জন ক্যাম্বেল মেডিক্যাল স্কুলের পবীক্ষেতীর্ণ ছাত্র। তিনি তাঙ্গার সময় আমার শিক্ষাধীন শ্রেণীর সৰ্ব্বোত্তম ছাত্র ছিলেন। সে সমরে আমি তাছার স্ত্রীরোগ চিকিৎসা কাৰ্য্য শিক্ষা করিবার আগ্রহাতিশয় দেখিতে পাইতাম। ঐ স্কুল হইতে উত্তীর্ণ হুইবার পর তিনি আমার সঙ্গে অনেকগুলি রোগীর চিকিৎস কার্য। করিয়াছেন। বঙ্গভাষায় তাহার উৎকৃষ্ট অভিজ্ঞতা থাকায় এই বিষয়ের একখানি ভাল ইংরাজী গ্রন্থ তিনি বঙ্গ ভাষায় অনুবাদ করিতে পারেন, আমার এইরূপ বিবেচনা হওয়ায় তিনি তৎক্ষণাৎ তাহাতে ব্ৰতী হইয়। তাহার উপায় অবলম্বন করিয়াছেন। তিনি ম্যাকুনাটন জোনস্ সাহেবের গ্রন্থ অবলম্বনে এইপুস্তক লিখিয়াছেন। আমি তাছার হস্তगिनि ज५८भाशन कब्रिग्रा निदाद्र अत्रौकाब्र कब्रि । किढ ऊँीशब cनथा এত উৎকৃষ্ট যে, তাছা অধিক সংশোধন করা আবশ্যক হয় নাই । সাধারণে র্তাহার গুণের উত্তমরূপ বিচার করিতে পারিবেন। ঐদয়ালচন্দ্র সোম ।