পাতা:স্ত্রী-রোগ.djvu/২৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१8 ैौ-cब्रांश्र । মিশ্রিত করিয়া প্রয়োগ করা হয় । মফিয়া ও বেলাভোনার সার সহ শতকরা পাঁচ অংশের ওলিয়েট অফ মার্কারীর মলম বস্ত্রখণ্ডে মণ্ডিত করিয়া তলপেটে স্থাপন করতঃ তদুপরি উষ্ণ আর্দ্র বস্তু বা স্থপঞ্জি ওপাইলাইন দ্বারা আবৃত করিয়া রাখিলেও উপকার হয় । লিটারের (leiter) টেম্পারেচার কষ্টল প্রয়োগ উপকারী । যোনি মধ্যে পারক্লোরাইড অফ মার্কারী (১–৫০০০) লোশনের ১০০—১১০ ডিগ্ৰী উষ্ণ ডুস কয়েক ঘণ্টা পর পর প্রয়োগ করিলে উপকার হয়। পেজেট ও ডলেরিস প্রভৃতি অনেক চিকিৎসকের মতেই জরায়ুগ্ৰীব। প্রসারিত করিয়া জরায়ুগহবর টাছিয়। পচন নিবারক জলধারা প্রয়োগ করিলেও উপকার হইতে পারে। ইঙ্গীতে রক্তাবেগ হ্রাস, শ্রাব সহজে বর্গিত ও পচন নিবারিত এবং দূষিত পদার্থের শোষণ ও বিস্তার বন্ধ হয়। জরায়ুগহ্বরের পীড়িত শ্লৈষ্মক ঝিল্লি পচননিবারক প্রণালীতে টাছিয়া দূরীভূত করিলে ৮ হইতে ১০ সপ্তাঙ্গ মধ্যে তথায় নূতন প্লৈয়িক ঝিল্পি উৎপন্ন হয়। এই নব জাত ঝিল্লি প্রায় স্বাভাবিক প্রকৃতি বিশিষ্ট, কিন্তু দাহক ঔষধ প্রয়োগের পর যে অভিনব ঝিল্লি উৎপন্ন হয় তাহাতে গ্ৰন্থর অভাব, সংযোগ তত্ত্বর আধিক্য এবং সাধারণতঃ ক্ষীণ প্রকৃতি বিশিষ্ট। অস্ত্রোপচারের পর ও প্রমেহ বা দুৰিত পদার্থের সংস্পর্শে প্রদাহ ইষ্টলে স্থল চাছনী ব্যবহার করা উচিত । মুখ দ্বারা প্রযোজ্য ঔষধের মধ্যে প্রথমেই লাবণিক ঔষধ ব্যবস্থা করিবে। লাষ্টকর এমোনিয়া এসিটেটস, স্পিরিট ইথর নাইটকৃ, ৰাইকাৰ্ব্বনেট ও সাইট্রেট অফ পটাশ, সালফেট অব ম্যাগনেসিয়া ও ইনফিউসন রোজ সহ মিশ্র ব্যবস্থা করা উচিত। কোষ্ঠবদ্ধ ও জিহবা ময়লাবৃত থাকিলে রাত্রিতে কয়েক গ্রেণ ক্যালোমেল সেবন করাইবে । অহিফেন দ্বারা বিশেষ উপকার হয়—আর্দ্ধ গ্রেণ হইতে এক গ্রেণ মাত্রায় ৩৪ ঘণ্টা পর পর সেবন করাইতে হয়। কুইনাইনও উপকারী