পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*Rసె 8 স্ত্রী-রোগ । অবনত ৰোধ হয় না । এই পরীক্ষায় পলিপসের স্বায়িত্ব এবং আয়তন অনুমান করা যাইতে পারে। কুমারী ও অনপত্যকারও পলিপস্ হয়। ১০৭তম চিত্র। জষ্টযুৱ অসম্পূর্ণ উন্টান ১১০তম চিত্র । জরায়ুগহ্বরের উর্দ্ধাংশে অবস্থ। । উর্ধাংশ অধ- উৎপন্ন এবং গহবর মধ্যে নতা বস্থায় রহিয়াছে । অবস্থিত পলিপস্ । অভাব লক্ষণ ।—জরায়ুমুখ না থাকা, চৈতন্ত বোধের অভাব, সাধারণতঃ বেদনাবিহীনত । - লক্ষণ --প্রধান লক্ষণের মধ্যে শোণিত শ্ৰাব, জরায়ু-বেদন, মল ও মুত্রাশয়ের কষ্ট । পলিপসের আয়তন এবং অবস্থান অনুসারে এই লক্ষণ কম বা বেশী হইতে পারে । কটিদেশে আকর্ষণীবৎ বেদন, এবং পলিপস্ বৃহৎ হইলে গমনাগমনে কষ্ট, এবং রজঃক্লচ্ছতার লক্ষণ প্রধান । চিকিৎসী –বৃহৎ পলিপস্ দূরীভূত করাই একমাত্র চিকিৎসা । কিন্তু অত্যধিক শোণিত ক্ষুব হওয়ায় রোগিণী অত্যন্ত দুৰ্ব্বল হইয়া থাকিলে প্রথমে কয়েক দিবস শয্যায় শাস্ত স্বস্থির অবস্থায় রাখিয়া স্থানিক সঙ্কোচক ঔষধ প্রয়োগ করা উচিত। এই সময় বৃহৎ বুী, টেণ্ট বা বারণের ডাইলেটার দ্বারা জরায়ু-গ্রীব প্রসারিত্ব করিবে । এক্রেজিয়ার, গ্যালভানিক কটারীর তার, পলিপটোম বা ছিষ্টেয়েটােম দ্বারা পলিপস্ দূরীভূত করা হয়। ক্ষুদ্র পলিপস্ মোচড়াইয়।