পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ළුෆ · স্ত্রী-রোগ | প্রকৃতি হয়। প্রথমোক্ত অর্কুর সংখ্যাই অধিক। এই শ্রেণীর অর্বুদ কৰ্ত্তন করিলে অভ্যন্তর ঈষৎফুরের আভাযুক্ত শুভ্ৰং উজ্জ্বল ঘন সন্নিবিষ্ট তরঙ্গায়িত তুলার গোলার অনুরূপ দেখা যায়ঃ ইহা কোষ দ্বারা আবৃত থাকে। এই কোষ বিচ্ছিন্ন করিলে অর্বুদৰিযুক্ত হয়। ইহার শোণিতবাহিকা এই কোষেই অবস্থিত এবং সংখ্যায় অত্যর। অর্বুদের অভ্যন্তরে শোণিতবাহিকার অবস্থান অতি বিরল। শিরার অন্ত সমূহ প্রসারিত এবং বৃহৎ হইতে পারে। বৃন্ত বর্তমান থাকিলে তাহাতে প্রায়ই শোণিতবাহিকা বর্তমান থাকে না। অর্বুদ্ধ যত অধিক দিনের হয়, ততই কঠিন হয়। আবরক কোষের শিরা বৃহৎ ও প্রসারিত হইলে কচিং ক্ৰই-ডি-সুফল ( Bruit-de-souffle) অর্থাৎ হস্ হুস শব্দ শ্রত হওয়া যাইতে পারে। , , , , কোমল প্রকৃতির অর্বুদ অতি বিরল। ইহার আবরক-কোষ তত পরিষ্কার নহে। এতদ্বিধান জরায়ুবিধান সহ সংলগ্ন, ঈষৎ পাটলবর্ণ বিশিষ্ট, পৈশিক তত্ত্বর সংখ্যা অধিক থাকায় ঐক্কপ প্রকৃতি বিশিষ্ট হয়। সৌত্রিক তত্ত্বর পরিমাণ অত্যন্ন। জরায়ুর মাইওমা সারকোমাতে পরিবর্তিত হওয়া বিরল ঘটনা । - জরায়ুর সৌত্রিক অর্বুদ–(ক) ফ্যাটা, (খ) কোলক্টড, (গ) কালকেরিয়স, (ঘ) সপিউরেটিভ বা গ্যানগ্রিনাসে পরিবর্তিত হইতে পারে । অনেক সময়ে মৰ্ব্বদ মধ্যভাগ কোষাবৃত অৰ্ব্বদে পরিবত্তিত হয়—সংযোগ বিধান (১),কোণইড বা মাইক্সোমেটাসে পরিবর্তিত ; (২) অম্বুদ বিখন মধ্যে শোণিত সঞ্চিত ; (৩) শোথ ও রস সঞ্চিত হওয়ার পর সোন্ত্ৰিক বিধান পৃথক এবং মধ্যস্থিত বিধান কোমল বা তরল্যবস্থাপন্ন হইলে সৌত্রিক अर्जुन মধ্যে কোষার্বুদ উৎপন্ন হইতে পারে ; (৪) মেদাপকৃষ্টতাতেও ঐরূপ পরিবর্তিত হয়। কার্সিনোমায়, পরিবর্তিত হওয়া অতি বিরল ঘটনা। কখন কখন সারকোমায়