পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জরাযুর সৌত্রিক অর্বুদ । \එෆ ද অৰ্ব্বদ সাধারণতঃ মধ্যস্থলে অবস্থিত । পিউবিস হইতে নাভি পর্য্যস্ত উদরাংশের মাপ বৃদ্ধি হয়। জরায়ুর বিবৃদ্ধি–পীড়ার প্রথমাংশেই ইহা অনুভব করা যাইতে পারে, অঙ্গুলী সঞ্চালনে ও পিউবিসের উপরে প্রতিঘাত করিয়া স্থির করিতে হয় | যোনিপথে ও উভয় হস্তের পরীক্ষা —জরায়ু বৃহৎ অসুমিত হয়, এই অবস্থা পশ্চাৎ বা সম্মুখ প্রাচীরেও হইতে পারে । অঙ্গুলীতে অত্যন্ত কঠিন ভাব অনুভব হয়, কখন ছুই তিনটী গোলার স্তায় অনুভব করা যায়। আবার কখন সমগ্র জরায়ু অত্যন্ত কঠিন, অসঞ্চালনীয় ও বস্তিগহবরে আবদ্ধ আছে—এমত বোধ হয় । জরায়ুমুগ।—সাধারণতঃ সুস্থ থাকে, কথন অবনত বোধ হয়,শেষ অবস্থায় এত সরিয়া যাইতে পারে যে, অঙ্গুলী দ্বার স্পশ করা অসম্ভব হয । কখন কথন গ্রীব বিশেষ প্রকৃতির কঠিন ভাব ধারণ করে,—স্তনের বোট স্তনে পরি যে ভাবে অবস্থান করে, গ্ৰীৰাও তদীপ ভাবে অবস্থান করে, বোট সঞ্চালন করিলে প্রস্তরবং কঠিন প্রদেশের উপর সপশলিত হইতেছে, এমত অনুভূত হয় । এই চুড়াবৎ গ্রীবার সঞ্চালন কেবল জরায়ুর দেহ বৰ্দ্ধিত হইলে অনুভূত হয় । সরলান্ত্র এবং সরলাস্ত্র ও যোনিপথে পরীক্ষা করিলে বৃহৎ, কঠিন ও আবদ্ধ জরায়ু অনুভব হয়। অভাব লক্ষণ –নাভিকুণ্ড পূর্ণ বা উচ্চ হয় না । তরলু দ্রব্যের সঞ্চালন অনুভব হয় না, কদাচিৎ অনুভূত হইলে ও তাহা জওধারের পীড়া হইতে ভিন্ন প্রকৃতি বিশিষ্ট। কঠিন অর্বুদসহ তরল দ্রব্যের সঞ্চালন অসুভব করিলে এসাইটিস থাকিতে পারে । জরায়ুর আকুঞ্চন অনুভূত হয় না । গর্ভের নির্দিষ্ট বিশেষ লক্ষণ সমূহ বৰ্ত্তমান থাকে না ।

  • Ο