পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ b স্ত্রী-রোগ জরায়ুর সাউণ্ড —অদ্যপরীক্ষায় জরায়ুর সৌত্রিক অর্ক, স্থির হইলেও সাউগু দ্বারা পরীক্ষা করা অবশু কৰ্ত্তব্য। জরায়ুর মধ্যে সাউও প্রবেশ করাষ্টয়া অঙ্গুলী দ্বার সরলাস্ত্র, যোনি এবং উদর গহবর পরীক্ষ। করিয়া(১) জরায়ু কত বৃহৎ ইয়াছে ; (২) উদর-গহবরে যে অৰ্ব্বদ অনুভব করা গিয়াছে, তাক জরায়ু কি না ; (৩) জরায়ু আবদ্ধ কি সঞ্চলনীয় ; এবং (৪) বস্তিগহ্বর স্থিত অৰ্ব্বৰ সৌত্রিক, কিম্ব অন্ত অৰ্ব্বদ, অথবা জরায়ুর উৰ্দ্ধাংশ বক্র হষ্টয়া আছে কি না ; তাহ স্থির করিতে হয় । জরাযুগহবরে সাউণ্ড প্রৰেশ করাইলে যোনিমধ্যস্তিত অঙ্গুলী এবং সাউণ্ড এই উভয়ের মধ্যে অন্য কোন অস্বাভাবিক পদার্থ আছে কি না, তাহ। স্থির করা যায়। এই পরীক্ষায় সৌত্রিক অৰ্ব্বদ ও জরায়ুর সম্মুখ বা পশ্চাৎ বক্রতার পার্থক্য নির্ণীত হইতে পারে। জরায়ু মধ্যে সাউণ্ড রাখিয়া উদরের নিম্নাংশে এবং সরলান্ত্রের মধ্যে ও পরীক্ষা কর। কৰ্ত্তব্য । টেন্ট দ্বারা জরায়ুগ্ৰীবা প্রসারিত করিয়া জরায়ুগহবর পরীক্ষা করিলে বিনষ্ট ভ্রণ আবদ্ধ, পুবাতন বিবৃদ্ধি ইত্যাদি হইতে সৌত্ৰিক অৰ্ব্বদের পার্থক্য নির্ণয় করিতে হয়। জরায়ুর উদ্ধাংশের বা শ্লৈখ্রিক ঝিল্লির অভ্যন্তরে অবস্থিত সৌত্রিক অর্বুদ নির্ণয় করিতে হইলে গ্রীব। প্রসারিত করা বিশেষ অবস্থাক । লক্ষণ । —অনেক স্থলে কোন বিশেষ লক্ষণ উপস্থিত থাকে না । জীবিতাবস্থায় কোন লক্ষণ প্রকাশিত হয় নাই অথচ মৃত্যুর পর শবচ্ছেদ করিয়া সৌত্রিক অর্বুদ দেখা যাওয়ার অনেক বিবরণ লিপিবদ্ধ আছে। শোণিত স্রাব – প্রধান লক্ষণের মধ্যে জরায়ু হইতে শোণিত স্ৰাব-প্রথমে অধিক পরিমাণে আৰ্ত্তবস্ত্রাব হইতে থাকে, পরে অনিয়মিত ভাবে অত্যধিক শোণিতস্রাব আরম্ভ হয়। পরিশেষে এত অধিক -শাণিতস্রাব হয় যে, তজ্জন্ত রোগিণীর জীবন নাশের আশঙ্কা উপস্থিত হয়। জরায়ুব বৃহৎ শিরা বিদীর্ণ হওয়ায় শোণিতস্রাব জন্ত মৃত্যু হইতে