পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জরায়ুর সোত্রিক অনুদ। 3 מכי পরিলক্ষিত হইয়া থাকে। অপর এক শ্রেণীর রোগিণী দেখিতে পাওয়া যায়, তাহার। অৰ্ব্বদের অস্তিত্ব অবগত থাকী সময়ে আৰ্ত্তব স্রাব রোধ হওয়ায় মনে করে যে, সে গর্ভবতী হইয়াছে। বাস্তবিক পক্ষে গর্ভ নাও হইতে পারে। অর্বুদজনিত বেদন হওয়ার সময়ে জরায়ু গ্ৰী বা যোনির ছাদসহ মিশ্রিত থাকিলে প্রসব-বেদন বলিয়। ভ্রম হওয়াও আশ্চৰ্য্য নহে । এইরূপ স্থলে জরায়ুর আকুঞ্চন জন্ত ভ্রণের হস্ত পদাদির বাহদৃশু বিলুপ্ত হইয়া যায়, কিন্তু সৌত্ৰিক অৰ্ব্বদের বিষম আকার অারও সুস্পষ্ট প্রকাশ পায় । গর্ভাবস্থায় কচিৎ নিয়মিত অৰ্কিব স্ৰাব হয় সত্য কিন্তু তাহ। দুই তিন মাস এবং কখন বা পাচ কি ছয় মাসের গর্ভ হইলে আর আৰ্ত্তব শ্রাব হয় না। অথচ ইহা ও অতি বিরল। গর্ভাবস্থায় প্রাতঃবমন এবং চারি মাসের গর্ভ হইলে ভ্ৰাণ সঞ্চালনের বিবরণ অবগত হওয়া যায়, কিন্তু সোত্রিক অৰ্ব্বদে এই লক্ষণ থাকে না । অৰ্ব্বদ নাভি পর্য্যস্ত উত্থিত হইলে তাঙ্গ যদি গৰ্ভজনিত হয় তবে তাহ স্থিতিস্থাপক, সমভাব এবং একবার কঠিন ও আর একবার কোমল অহুভূত হয়, কিন্তু কঠিন সৌত্ৰিক অৰ্ব্বদ টলে তাহা কঠিন ও অস্থিতিস্থাপক এবং অর্বুদ একাধিক থাকায় বিষম অনুভূত হয়। একট অৰ্ব্বদ পঞ্চম মাস গর্ভের আয়তন বিশিষ্ট হইলে তাহ গর্ভুের অনুরূপ উদরগহবরের মধ্যরেখায় অবস্থিত হয় না। পরন্তু এইরূপ অৰ্ব্বদ অতি বিরল। ইউটরাইন স্বফল উভয়েই শ্রত হওয়ার সম্ভাবনা । অপিচ পঞ্চম মাসের গর্ভে ভ্ৰমণ জীবিত থাকিলে তাহার হৃৎপিণ্ডের শব্দ শ্রত হওয়া যায়, কিন্তু সৌত্রিক অৰ্ব্বদে ঐ শব্দ থাকে না । ইহা একটী বিশেষ লক্ষণ । সঞ্চাপ জন্য যোনির শৈল্পিক ঝিল্লির ও যোনিস্থিত জরায়ু গ্রীবার ঈষৎ বেগুনে বর্ণ, পদের শোথ, স্তনের অবস্থা, জরায়ু গ্রীবার কোমলত্ব