পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"> 8 স্ত্রী-রোগ । আগটিন জল ও গ্লিসিরিণ সহ মিশ্রিত করির নিতম্বদেশে প্রয়োগ করা যাইতে পারে কিন্তু সাধারণতঃ ৩ – ৫ গ্ৰেণ মাত্রায় প্রয়োগ কর। উচিত । পিচকারীর স্থচিক। পেশী মধ্যে গভীর স্তরে প্রবিষ্ট করাইরা তৎপর ঔষধ প্রয়োগ করা উচিত। কেবল ত্বক নিম্নে প্রয়োগ করিলে স্ফোটক হওয়ার সম্ভাবন । ইহাতে শোণিত শ্রাব রোধ করে সত্য, কিন্তু অৰ্ব্বদ বিধানের পরিবর্তন উপস্থিত করিয়া শোষণের কিম্ব জরায়ুর অভ্যন্তরস্থিত অর্বুদ আপন হইতে বষ্টিগত হওয়ার সহায়তা করার অল্পই আশা করা যাইতে পারে । শতাধিক পিচকারী প্রয়োগ করিয়া ও শেষোক্ত দুইটা উপকার পাওয়া যায় নাই । স্কে রোটিক এসিড ও অধঃত্বাচিক ( Gr } to Gr ) প্রণালীতে প্রয়োগ করা হয় । আগটিন দ্রব সদ্যঃ প্রস্তুত করিয়া প্রয়োগ করা উচিত । সঙ্কোচক ঔষধ আভ্যন্তরিক প্রয়োগ করিতে হয়। প্রত্যহ তিনবার ১১৫ f—১২০ fউষ্ণ জলের ডুস প্রয়োগ উপকারী। এক একবার ১০—১৫ মিনিট কাল ডুস প্রয়োগ করা আবশ্রাক । জরায়ু গ্ৰীবা প্রসারণ জন্য স্পঞ্জ বা ল্যামিনেরিয়াটেণ্ট প্রয়োগ করিতে হয় । অস্থায়িভাবে শোণিতস্রাব নিবারণ জন্ত এই উপায়ই শ্রেষ্ঠ । জরায়ুগ্ৰীবার কৰ্ত্তন, রজঃকৃষ্ট্রের লক্ষণ এবং গ্রীবার সৌত্রিক अर्लन स्रष्ट ७३ উপায় অবলম্বন করিতে হয়। জরায়ুর ও অণ্ডাধারের ধমনীতে লিগেচার –অনেক চিকিৎসক প্রথমে হিষ্টেরেক্টোমী এবং উফরেক্টোমী অস্ত্রোপচারের পরিবর্তে এই উপায় অবলম্বন করেন। এই শোণিতবাহিক বন্ধনের ফলে শোণিত স্রাব রোধ এবং অর্ব দ হ্রাস হওয়ার সম্ভাবনা ।