পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জরায়ুব অস্ত্রোপচার সম্বন্ধে সাধারণ মন্তব্য । ○求ン রোগিণীর শয্যা, বিভিন্ন রূপ স্থল, ড্রেনেজটিউব, ড্রেসিং, ব্যাণ্ডেজ ও ডুস, আইওডোফরম প্রভৃতির গজ, স্পঞ্জ প্রভূতি আবখ্যকীয় সমস্ত দ্রব্য পর্য্যবেক্ষণ করিয়া যথা স্থানে সন্নিবেশিত করিবে । এবং পথ্য, ধৌত ও এনিমা ইত্যাদি তৎকালের উপযুক্ত, করিয়া প্রয়োগ করিবে চিকিৎসকের আইসার পূৰ্ব্ব পর্য্যগু সমস্ত কাৰ্য্য সাহায্যকারিণীকে সম্পন্ন করতে হয় । ভজহু স্ত্রী জননেন্দ্রিয়ে অস্ত্রোপচারের সাহায্যকারিণীর দায়িত্ব গুরুতর। সাহায্যকারিণী প্রেফুল্লচিত্ত, শাস্তl, দৃঢ় প্রতিজ্ঞ, নিয়োজিত কার্য্যে অবিচলিত, স্থির বুদ্ধি, ক্ষিপ্ৰ কৰ্ম্ম, উৎসাহশীলতা, প্রত্যুৎপন্নমনা:, এবং দায়িত্ব বোপ প্রভৃতি গুণবিশিষ্ট হওয়া উচিত । স্পঞ্জ, ধৌত, জল ও লোশন সংগ্রহ এবং লিগেচার ও সুচার জন্য স্বাচক স্বত্র দ্বারা সজ্জিত করিয়া দেওয়ার জন্ত অপর একজন সাহায্যকারীর প্রয়োজন । অস্ত্রশস্ত্র ও আবশ্বকীয় দ্রব্য সমূহ অস্ত্রোপচার গৃহে আনার পূৰ্ব্বে তাহ উত্তমরূপে পরিস্কার করা উচিত । পুৰ্ব্বে অস্ত্র কার্য্যে ব্যবহৃত অস্ত্রে তৎসংশ্লিষ্ট শোণিত দি সংলগ্ন থাকিলে বিষম তানি ষ্ট হইতে পারে। স্থচিকার-রন্ধ মধ্যে, অস্ত্র ও যন্ত্রের সংযোগ স্থলে ময়লা ইত্যাদি আবদ্ধ থাকার সম্ভাবন জন্ত ঐ সমস্ত অংশ বিশেষরূপে পরিস্কার ও পরীক্ষা করা উচিত। ধৌত করার পর পরিষ্কার স্মৃত্তিকার হাড়ীতে জল পূর্ণ করিয়া তাহাতে অন্ন পরিমাণ সোড সংযোগ এবং অস্থাদি নিমজ্জিত করিয়া কতকক্ষণ জাল দিয়া জল অনেকক্ষণ পর্য্যন্ত স্ফটিত হইলে অন্ত পরিস্কার ফরসেপস দ্বারা অস্ত্রসমূহ উঠাইয়া পুনৰ্ব্বার অদ্য পচননিবারক জল মধ্যে নিমজ্জিত করিয়া আবৃত করিয়া রাখিতে হয় । অস্ত্ৰ সমূহ অপরিস্কার হস্ত দ্বার স্পর্শ করিলেই শোধন কাৰ্য্য নিষ্ফল হষ্টল । তাছা স্মরণ রাখা উচিত। অস্ত্রোপচারের অনেক পূৰ্ব্বে এইরূপে শোধন করা উচিত। তৎপর যে যে অস্ত্র অস্ত্রোপচারে নিশ্চিত আবশুক হইবে R :)