পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w)? 8 স্ত্রী-রোগ । ও বক্র সুচিক আবখ্যক । কয়েকটা সুচিকায় স্বত্র প্রবেশ করাইয়। রাখা উচিত । এক্রিয়েজার, কটারী, পেকুলিনের থারমে কটারী, এবং অধঃত্বাচিক পিচকারী ও আবশ্যক হইতে পারে। অস্ত্রোপচার প্রকোষ্ঠ ও ড়েদি সমস্ত বিশেষরূপ পৰ্যবেক্ষণ করা আবখ্যক । প্রকোষ্ঠ মধ্যে উজ্জ্বল আলোক প্রবেশ করে, অথচ অত্যন্ত উত্তপ্ত বা শীতল না হয়, এরূপ প্রকোষ্ঠ নিদিষ্ট কর। কৰ্ত্তব্য । কাহার বসতবাটীতে অস্ত্রোপচার করিতে হইলে উৎকৃষ্ট প্রকোষ্টের সমস্ত দ্রব্য বহির্গত করিয়া দিয়া সমস্ত অংশে পুনৰ্ব্বার চুণকাম করা আবখক । চূণ ফিরানের পূৰ্ব্বে দেওয়াল, ছাদ ও মেজে ইত্যাদি কোন স্থানে ময়লা থাকিলে তাই পরিস্কার করিয়া তৎপর চুণকাম করিতে হয় । মেজে ও উত্তমরূপে পরিষ্কার করিয়া যথেষ্ট জল দিয়া ধৌত করিতে হয়। চুণকাম শেষ গুইলে যে যে অংশে বর্ণের প্রলেপ থাকে, সেই সেই স্থান এবং মেজে কাৰ্ব্বণিক জল দ্বার ধৌত করিবে । এইরূপে পরিস্কার ও গৃহের মধ্যস্থিত অস্ত্রোপচারের অনাবশুকীয় সমস্ত দ্রব্য বহির্গত না করিয়া কখনই অস্ত্রোপচার করিবে না । গৃহ পরিস্কৃত হইলে অস্ত্রোপচারের যথোপযুক্ত পরিষ্কার টেবেল ও অন্তান্ত দ্রব্য যথাস্থানে সংস্থাপিত করিবে । এই সমস্ত অনুষ্ঠান রোগিণীর অজ্ঞাতসারে সম্পন্ন করিতে পারিলেই ভাল হয় । যে প্রকোষ্ঠে আস্ত্রোপচার সম্পাদিত হইবে,তাহার সন্নিকটস্থিত অষ্ট গৃহে ক্লোরফরম দ্বারা বোগিণীকে অজ্ঞান করিয়া তৎপর অস্ত্রোপচার গৃহে আনয়ন করা উচিত। অস্ত্রোপচার গৃহের সন্নিকটেই কোন স্থানে উননে জল স্ফুটিতাবস্থায় রাখিতে হয়। রোগিণীকে অস্ত্রোপচারের টেবেলে আনার পূৰ্ব্বেই চিকিৎসকের দক্ষিণ পাশ্বে আবশুকীয় ড্রেসিংসমুহ সংগৃহীত, অস্ত্র ও যন্ত্র সমুহ সুসজ্জিত, স্থচিকীয় স্বত্র সম্বলিত, বন্ধনের রেশম, সিল্ক ওয়ারমগট ইত্যাদি আবশুকীয় অংশে কৰ্ত্তিত, স্পঞ্জ, মলমল খও, ফরসেপস গণনা করিয়া লিপি