পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সীবন ও বন্ধন । ৩২৭ পুৰ্ব্বে তাহ সংগৃহীত ও যথোপযুক্ত স্থানে সন্নিবেশিত হইয়াছে কিনা, তাহা মিলাইয়া লইবেন। ফরসেপ্য ও স্পঞ্জ ইত্যাদি পুনৰ্ব্বার গণনা করিবেন । পুৰ্ব্বদিষ্ট প্রত্যেক আদেশ প্রতিপালিত হইয়াছে কি না, তাহা অনুসন্ধান করিয়া তৎপর অস্ত্রোপচার কার্য্যে লিপ্ত হইবেন, Cúco Bostolziałęsa (Trendelenburg's Position ) নির্দেশ মত শয়ান করাইলে অস্ত্রোপচার করার সুবিধা হইতে পারে। এই অবস্থানে বস্তিগহবরস্থিত যন্ত্রাদির ভার ডায়ক্রামপেশীর উপর পতিত হওয়ায়, হস্ত সঞ্চালন ও শোণিত প্ৰাধ বোধের সুবিধা এবং BBBB BBBB BBBB BBB BB BBS BB BBBB BBB BB শয়ান করাষ্টয়াই উত্তমরূপে অস্ত্রোপচার সম্পাদিত হইতে পারে । y টবেলের পাদদেশের পায়াব নিম্নে কয়েক খণ্ড ইষ্টক স্থাপন করিলেও শীর্ষদেশ অপেক্ষ নিতম্বদেশ উদ্ধে উত্থিতাবস্থায় স্থাপিত হইতে পারে। উনবিংশ পরিচ্ছেদ সীবন ও বন্ধন । (. Sutures and Legatures ) উদরগহবর উন্মুক্ত অস্ত্রোপচার-সিলিওটোমী (Celiotomy) অস্ত্রোপচার করিয়া চিষ্টেরেক্টোমী, হালফিঞ্জি ওটমী, উফরেক্টোমী প্রভৃতি গুরুতর অস্ত্রোপচার বর্ণনা করার পূৰ্ব্বে সীবন ও গ্রন্থি বন্ধন সম্বন্ধে কয়েকট সাধারণ নিয়ম উল্লেখ করা উচিত। সেলাই কার্য্যে রৌপ্য তার, সিল্ক ওয়ারম গট, রেসম, ক্যাটগাট, বালামচী, ক্রোমিসাইজডগট ব্যবহৃত হয়।