পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সীবন ও বন্ধন । ৩২৯ উদরপ্রাচীরের এবং ড্রেনেজ টিউবের সন্নিকটস্থিত সেলাই সিদ্ধ ওয়ারম গট দ্বার করাই নিরাপদ। অভাবপক্ষে রৌপ্য তার ব্যবহার করিতে হয় । স্ত্রী-জননেন্দ্রিয়ের অস্ত্রোপচার—বিশেষত: উদরগহবর, যোনি, ও সন্মিলন জন্ত অস্ত্রোপচার, এবং যে সকল স্থানের সেলাই কৰ্ত্তন পূৰ্ব্বক স্বত্র বহির্গত করিতে হ্ম ত্যস্ত অসুবিধা এবং যন্ত্রণ হয়, সে সকল স্থলে ক্যাটগট ব্যবহার করা সম্ভব হইলে তাহাই করিবে । কিন্তু বন্ধন শিথিল হওয়ার আশঙ্কা থাকিলে অবস্থানুসারে রৌপ্য তার কিম্বা অন্ত প্রকৃতির স্বত্র ব্যবহার করিবে । সেপারেটস সুচার –প্রত্যেক সেলাইয়ের স্বত্রের পৃথক পৃথক গ্ৰন্থি দ্বারা আবদ্ধ রাখিতে হয়। গভীর ক্ষতে একটা মাত্র সেলাই স্বারা বন্ধন করিলে ক্ষতের তলদেশ উত্তমরূপে সম্মিলিত হইবে না বিবেচনা করিলে ক্রমে ক্রমে গভীরস্তর বিদ্ধ অথচ পৃথকৃভাবে তিনট স্বত্র প্রবিষ্ট এবং পৃথকৃভাবে গ্রন্থি বন্ধন করা আবশুক । ক্ষতের এক পাশ্বের ব:হাদিকে যথোপযুক্ত ব্যবধানে সজ্জিত সুচিক। বিদ্ধ এবং চালিত করিয়া ক্ষতের সমস্ত তলদেশ বেষ্টন করিয়া অপর পাশ্বে-- প্রথমের অবিকল বিপরীত স্থান ভেদ করিয়া সত্ৰ বহির্গত করিবে । প্রথম ১২১তম চিত্র। পৃথকৃ পৃথক্ ভাবে সেলাই করার জন্ত ক্ষতে মধ্যে প্রবেশিত তিন খও সুত্রের অবস্থান দৃপ্ত । স্বত্র যে স্থানে প্রবেশ করান হইয়াছে তাহার অভ্যন্তরাংশে দ্বিতীয় সূত্র সহ স্বচিক বিদ্ধ এবং ক্ষতের তলদেশের কিঞ্চিং উপরে বহির্গত ও