পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిచిన স্ত্রী-রোগ । S AASAASAASAASAASAASAASA SSASAS S S AAAAAS এই প্রণালীতে অভ্যস্তর হইতে ক্রমে বহির্দিকে ২৩টা সে লাই করা যাইতে পাবে । সেলাই করার সময়ে একবার যে স্থানে স্থচিকা বিদ্ধ করা হুইয়াছে তাহার অত্যন্ত সন্নিকটে দ্বিতীয়বার স্থচিক বিদ্ধ না হয় এবং কোন সেলাই অত্যন্ত কষা না হয়,তত প্রতি বিশেষ লক্ষ্য রাখা আবশুক । ১২৩তম চিত্র । কৰ্ত্তনের উভয় অন্ত অগষ্ঠীর এবং মধ্যস্থল গভীর । অগভীর স্থলে এক স্তর এবং মধ্যের গভীর স্থলে পর পর তিন গুর সেলাই করার প্রণালী । অবিশুক বোধ করিলে মধাস্থলে ২৩টা পৃথক পৃথক সেলাই দ্বারা ক্ষতপাখৰয় সম্মিলিত রাখা যাইতে পারে। ক্যাটগট বা রৌপ্যতার দ্বারা এই শেষোক্ত পৃথক্ সেলাই করা আবশুক । মিশ্রিত সেলাই ।—একই স্থলে পৃথক পৃথক্ এবং অবিচ্ছিন্ন সেলাই করিলে ক্ষত বিযুক্ত হওয়ার আশঙ্ক হ্রাস হয়। ল্যাপারোটমী অস্ত্রোপচারান্তে উদরপ্রাচীর সম্মিলনের উদ্দেশ্যে এইরূপ মিশ্রিত