পাতা:স্ত্রী-রোগ.djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○88 স্ত্রী-রোগ। করিয়া বন্তির্গত করা বিধেয় নষ্টে । অভ্যস্তরস্থিত যন্ত্র এবং গঠন সমূহ ত অৱ আহত হয়, ততই ভাল। মদ অত্যন্ত বৃহৎ হইলে দন্তযুক্ত ফরসেপস্ দ্বারা ধারণ করতঃ খণ্ডে খণ্ডে কৰ্ত্তন করিয়া বন্তির্গত করিতে হয় । ব্রডলিগামেণ্ট কৰ্ত্তন —ব্রডলিগামেন্টের স্তর দ্বয়ের মধ্যস্থিত অর্বুদ বহির্গত করিতে অহুবিধা বোধ কৰিলে উক্ত লিগামেন্ট কৰ্ত্তন এবং বন্ধন করত: তৎপর অর্বুদ বহির্গত করিবে। এইরূপ স্থলে উভয় পাশ্বে এক একটা ব্রডলিগামেণ্ট প্রেসার ফরসেপস্ জরায়ুর পার্শ্ব দিয়া প্ৰবেশ করাইয়া অণ্ডাধার ও অগুবহানলের বঠিদেশ দিয়া চালিত করিয়া ব্রডfলগামেণ্ট সঞ্চাপিত করিয়া ধারণ করত: তদবস্তায় রাখিয়। দিবে। অর্বুদ বর্গিত এবং কর্বন করিয়া দূরীভূত না করা পর্য্যন্ত উক্ত ফরসেপস এই অবস্থাতেই রাখিবে । তৎপর সমুষ্টি স্থfচক। বিনান রেসম স্বত্র সুসজ্জিত করিয়া অভ্যস্তরে যে স্থানে ফরসেপস শেষ হইয়াছে তাহার নিম্নে জরায়ুর সন্নিকটে লিগামেণ্ট বিদ্ধ করিয়া স্বত্র প্রবেশ করাইয়া গ্রস্থি বন্ধন করত: ফরসেপসের বাহ পাশ্বের সন্নিকট দিয়া লিগামেণ্ট বিভক্ত করিবে । এইরূপে বন্ধন করিলে অণ্ডাধারের ধমনী ও তাহার সংযোগজাল, জরায়ুর ধমনী এবং শিরার সংযোগ জালবৎ অংশ আবদ্ধ হওয়ায় শোণিতস্রাব রোধ হয় । একই পাশ্বে দুইটী ব্রডলিগামেণ্ট প্রেসার ফরসেপস প্রবেশ করাইয়া উভয় ফরসপসের মধ্যস্থলেও লিগামেণ্ট কৰ্ত্তন করা হইয়া থাকে। এইরূপ করিলে বাহ পার্থের ফরসেপস অর্বুদ বহির্গত না করা পৰ্য্যন্ত ঐ অবস্থাতেই রাখিয়া লিগামেণ্ট বন্ধন করার পর খুলিয়া লইতে হয়। এক এক স্থলে এক এক প্রকার অসুবিধা উপস্থিত হইতে পারে, সেই সকল স্থলে বিশেষ বিবেচনা করিয়া অর্বুদ বহির্গত করা আবশুক। তদ্রুপ প্রত্যেক বিষয় আলোচন করা এই ক্ষুদ্র পুস্তকে অসম্ভব।