পাতা:স্ত্রী-রোগ.djvu/৪২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেীত্রিক অৰ্ব্বদের ভিন্ন ভিন্ন অস্ত্রোপচার । vరిvు' বন্ধৰ গু কৰ্ত্তন পূর্বক সম্পূর্ণ জরায়ু উচ্ছেদ করা হয়। পূর্ববর্ণিত অস্ত্রোপচারদ্বয়ে জরায়ুগ্ৰীবার কিয়দংশ রক্ষা করিয়া অবশিষ্ট সমস্ত অংশ উচ্ছেদ করা হইয়া থাকে। স্বতরাং এই শেষোক্ত মন্ত্রোপচাই .. ছিক্টেরেক্টৰ্মী নামের উপযুক্ত। • পূৰ্ব্ববর্ধিত প্রণালীতে জরায়ুর ধমনী বন্ধন করিতে হয় । কেবল বিভিন্নত। এই যে, গ্রীবার অত্যন্ত সন্নিকটে শোণিতবাহিক বন্ধন না করিয়া অল্প ব্যবধানে বন্ধন করা চইল্লায় থাকে । বন্ধনী তিন অংশে বন্ধন করিতে হইলে সৰ্ব্ব নিম্নে দুইটী বন্ধনের স্থান সছুলন না হওয়ায় বহির্দিকে কেবল মাত্র একট গিরা দেওয়া হয় । শোণিতবাহিক। বন্ধনের পর সমগ্র জরায়ু কৰ্ত্তন ও দূরীভূত করতঃ যে যে স্থান হইতে শোণিত শ্রাব হইতে থাকে, তাক বন্ধন করা আবখ্যক । চারিট সেলাই ( একটা সম্মুখে, একটা পশ্চাতে এবং দুইটা দুষ্ট পাশ্বে) দ্বারা অক্সাবরক ঝিল্লি সহ যোনিব ছাদ বন্ধন করিবে । পবিশেষে উক্ত চারি সেলাইয়ের স্বত্র একত্র ও গ্রন্থি প্রদান পূর্বক যোনি মধ্যে প্রবেশ কনাইয়। রাখিবে । পচনোৎপাদক পদার্থ প্রবেশের আশঙ্ক নিবারণ জম্ভ ধোনিগহ্বর পচননিবাৰক গজ দ্বারা পরিপুর্ণ করিয়া দেওয়া আবগুক । লিলিও ভেজাইন্যাল প্যান হিঞ্জেরেকৃটমী —যোনি মধ্য দিয়া জরায়ুর সম্মুখে এবং পশ্চাতে অস্ত্রাবরক ঝিল্লি গহবর উন্মুক্ত করতঃ জরায়ুর ধর্মনী বন্ধন করিয়া যথারীতি উদরপ্রাচীর কৰ্ত্তন, ও ব্রডলিগেমেন্ট বন্ধন পূর্বক অর্বুদ উচ্ছেদ করা হয়। পরিশেষে অস্ত্রাবল্পক, ঝিল্লি ক্রমিক সেলাই ও আই ওডোফরম গজ দ্বালা যোনিগছর পূর্ণ করার পর উদর প্রাচীরের কৰ্ত্তন সেলাই দ্বারা বদ্ধ করা হয়। এ মার্টিন এই প্রণালীর প্রবর্তক। অনেক চিকিৎসক এই প্রণালী বিস্তর পধিষ্ঠিত করিয়াছেন। ইহার পরবর্তী চিকিৎসা ওভেরিওটমী অন্ত্রোপচারের অনুরূপ ।