পাতা:স্ত্রী-রোগ.djvu/৪৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জরায়ুর গ্রীবার কর্কট পীড়া । wmፃ > গ্রীবামুখের সন্নিকটে ক্যানসার পীড়ার আরম্ভে গভীর স্তরের অভিমুখে বিস্তৃত হওয়ার সংখ্যার তুলনায় শ্লৈয়িক ঝিল্লির উপথে অঙ্কুরৰং তরঙ্গায়িত অবস্থায় উচ্চ ইয়া বিস্তৃত হওয়ার সংখ্যাই অধিক দেখিতে পাওয়া যায়। এতদ্বারা যোনিস্থিত গ্রীধার অংশ এবং যোনির ছান ক্রমে আক্রাস্ত হইতে থাকে । ইগ দৃশুে ক্ষুদ্র ক্ষুদ্র আচিল বা পলিপসের অনুরূপ। এই প্রকৃতির পীড়াগ্রস্ত স্ত্রীলোক শীঘ্রই চিকিৎসাধীনে আইসে এবং পীড়িত গঠন সত্বরে উচ্ছেদ করিলে ব্রোগিণী আরোগ্য হইতে পারে । পীড়। বৃদ্ধি পাইতে থাকিলে অঙ্কুর সমূহ ক্রমে উচ্চ ইষ্টতে থাকে । অস্কুরের মূলদেশে সক এবং অবশিষ্টাংশ বিস্তৃত হওয়ায় ফুলকপীর অনুরূপ আকৃতিতে দেখিতে iওয়া যায়। ইহার বর্ণ উজ্জল মাংসের সদৃশ । সহজেই শোণিতশ্রাব হইতে পাকে । গ্রীবার অভ্যস্তরের নিম্নাংশের কর্কট পীড়ায় নিম্নাংশে বিদারণ থাকিতে পারে । অনেক সময়ে ক্ষুদ্র শৈল্পিক পলিপস হইতে পীড়ার আরম্ভ হইয় যে কোন দিকে বিস্তৃত হইতে পারে। গ্রাধামুণের অভ্যস্তর হইতে বহির্গত হইয়া আসিতে ও দেখা গিয়াছে । বাহমুখে পীড়ার কোন লক্ষণই নাই, আভ্য গুর মুখে ক্যানসার গঠন বর্তমান রহিয়াছে, ঐরূপ দৃষ্টrন্তু বিরণ নহে। এইরূপ স্থলে ক্যানসারের স্থান নির্ণয় জগু বিশেফ পরীক্ষা করিতে হয় । ক্যানসার আক্রাস্ত বিধান সত্বরে বা বিশ্বম্বে বিগলিত হয়—প্রথমে ষে স্থানু আক্রান্ত হইয়াছিল, সেই স্থানষ্ট প্রথমে বিগলিত হইতে থাকে। বিগলিত স্থানে আবদ্ধ ক্ষুদ্র পচা পদার্থ দেখা যাইতে পারে । ইহা বিমুক্ত হইলে তৎস্থানে গহবর উৎপন্ন হয় । কখন কখন কঠিন পদার্থ রূপে পরিণত হইয় গ্রীবামুখ সম্পূর্ণ আবদ্ধ করে, তন্মধ্য ইষ্টতে স্রাবাদি বহির্গত হইতে পারে না, কিন্তু কতক দিবস বিলম্বে ইতাও বিগলিত