পাতা:স্ত্রী-রোগ.djvu/৪৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○lyQ স্ত্রী রোগ । হইয়া বহির্গত হয়। গ্রীবার ক্যামসার জন্ত জরায়ুর দেহ বন্ধিত এবং তন্মধ্যে প্রদাহ হইতে পারে । এই প্রদাহ জষ্ঠ জরায়ুগহবর হইতে পুত্র মিশ্রিত বা শোণিতরঞ্জিত ময়লাবর্ণের প্রাব নিঃস্থত হয় । * ক্যানসার নবজাত বৰ্দ্ধন, তজ্জন্ত আক্রান্ত গ্রীব। প্রথমে স্বাভাবিক অপেক্ষ অল্পাধিক বৃহৎ হয়, কিন্তু শেষে বিগলিত হইতে আরম্ভ হইলে ক্ষুদ্র চাইতে পারে। সন্নিকটস্থিত সমস্ত বিধানই ক্রমে ক্রমে আক্রান্ত কয়, কোন নিদিষ্ট বিধানে আবদ্ধ থাকে না, তজ্জন্ত গ্রীব আবদ্ধ হয় । কিন্তু পীড়ার আরম্ভ মাত্রই এই লক্ষণ উপস্থিত না হইয়া কিছু বিলম্বে উপস্থিত হয় । ক্যানক্রইড ধীরভাবে বদ্ধিত হয়। ইপিথিলওমা বাহ্যস্তরে শীঘ্রই বিস্তৃত হয় । কার্সিনোমা ও দ্রুত বৰ্দ্ধিত হয়, এতদ্বার। দূরবত্তী যন্ত্র সমূহ অধিক আক্রান্ত হয় । স্কিরস কানসার অতি মৃদু গতিতে বিস্তৃত, কঠিন গুটিক রূপে অবস্থিত এবং সুস্পষ্ট ভাবে প্রকাশিত হয়। এই প্রকৃতির ক্যানসারে প্রথমে অতি সামান্ত স্রাব নিঃস্থত হয় । পীড়ার ভোগকাল —সাধারণতঃ আঠার মাস, কিন্তু পীড়। আরম্ভ হওয়ার পর চারি মাস মধ্যেও মৃত্যু হইতে দেখা গিয়াছে। আবার অনেক রোগিণী বহুকাল জীবিত থাকিয়া যন্ত্রণ ভোগ করে । পীড়ার প্রকৃতি অনুসারে ভোগকাল অল্প বা অধিক হইতে পারে। সচরাচর তিন চারি বৎসর পর্য্যস্ত জীবিত থাকিতে দেখা যায়। রোগ নির্ণয় ।—জরায়ুব গ্রীবার ছিন্নবিচ্ছিন্নত, দানাময়, অপকৃষ্টত, সাধারণ পাপিলোমেটাস্ বৰ্দ্ধন, গ্রীবা-বিধানের রত্ত্বাধিক্য, উপদংশ-সভূত ক্ষত, পলিপস, সারকোম, ফলিকিউলার বিবৃদ্ধি, গহ্বরমধ্যস্থিত বিগলিত সৌত্রিক অর্বুদ, কওাইলোমেটা, ক্ষুদ্র সৌত্রিক অৰ্ব্বদ, পুরাতন ক্ষয়কারী ক্ষত এবং হারূপিটিক এরোশনের সঙ্গিত ভ্রম হইতে পারে ।