পাতা:স্ত্রী-রোগ.djvu/৪৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জরায়ু দেহের কর্কট ৰোগ । "విసె ) পরীক্ষা করিলে গ্রীধামুখ হইতে ক্ৰমশঃ গন্ধযুক্ত রক্ত রসমুখ শ্রাব বহির্গত হইতে দেখা যায়। এই প্ৰাৰ সহ বিগলিত মস্তিষ্কৰৎ পদার্থ মিশ্রিত থাকে। সাউণ্ড অধিক প্রবেশ করাষ্ট্রয়ী ঘূরাইয় বহির্গত করিলে শোণিতমিশ্রিত শ্রাব নির্গত হয় । লাউও দ্বারা জরায়ুর বৰ্দ্ধিত আয়তনও অনুমিত হইতে পারে । পীড়া অধিক ৰিস্তৃত হইলে পেরিটোনাইটস্ এবং ব্রডলিগামেট আক্রাস্ত হওয়ায় জরায়ু আবদ্ধ হয়। নির্ণয় –চল্লিশ বৎসরের অধিক বয়স্ক কোন স্ত্রীলোক বেদন, মধ্যে মধ্যে শোণিত শ্রাব, ময়ল। রস মিশ্রিত জলবৎ ও দুর্গন্ধযুক্ত শ্রাব এবং তৎপূৰ্ব্বে এককালীন আৰ্ত্তব স্রাব বন্ধ হওয়ার বিষয় প্রকাশ করিলে সে কর্কট পীড়া ক্রাস্ত-এরূপ সন্দেহ করা যাইতে পারে । আভ্যন্তরিক পরীক্ষায় গ্রীব সুস্থ, ফাগুস বৃহৎ, এবং সাউও সহ দুৰ্গন্ধযুক্ত অপরিস্কার স্রাব নির্গত হইলে সন্দেহ আব৪ প্রবগ হয়। গ্ৰীৰ প্রসারিত কfরয়। অঙ্গুলী দ্বারা জপায়ুগীব পরীক্ষা করাই নিরাপদ । জরায়ু-গহবরে দে প্ৰকৃতির ক্যানসার থাকে, দfছ। অঙ্গুলি দ্বারা অনুমান করা যাইতে পারে । জরাযু-গহবরের বিগলিত সৌত্রিক অর্বু, পলিপস, এবং ফঙ্গস গঠন, ও গর্ভের অবশিষ্ট আবদ্ধ অংশও অঙ্গুলি স্পর্শে কমনসার রোগ সহ ভ্ৰম ইষ্টতে পারে । সন্দেহযুক্ত পদার্থ বহির্গত করিয়া তাঙ্গর আণুবীক্ষণিক পরীক্ষার ফল এবং ক্যানসারের অন্তান্ত লক্ষণ দেখিয়া রোগ নির্ণয় করিবে। জরায়ু \g তৎগম্বর বুহুং, গহবরমধ্যে নবজাত কোমল পদার্থ, ৪ তাহ। স্পর্শে শোণিত শ্রাব, স্রাবে দুর্গন্ধ, এবং জরায়ু আবদ্ধ থাকিলে সাধারণতঃ কমনসার বলা যাইতে পারে। আণুবীক্ষণিক পরীক্ষার সন্দেহ দূৰ হয়। পীড়ার প্রথমাবস্থায় গ্ৰীবা স্বস্থ থাকে, জরায়ু তত বৃহৎ হয় না এবং তাঙ্কার স্বাকৃতির ও বিশেষ পরিবর্তন হয় না,