পাতা:স্ত্রী-রোগ.djvu/৪৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చిన8 - স্ত্রী-রোগ { ক্যানসার পীড়ার চিকিৎসা-ক্যানসারের চিকিৎসা প্রণালী দুই শ্রেণীতে বিভক্ত –উপশমকারী এবং পীড়ার উচ্ছেদকারী : সাধারণ এবং উপশমকারী —পেকুলীনের কটার, ক্লোরাইড অফ জিঙ্ক, ক্রেমিক এসিড, পটাশ ফিউজ, নাইটিক এসিড কাৰ্ব্বণিক এসিড, ক্লোরেট অফ পটাশ, চাইনটারপেনটাইন (আভ্যস্তরিক ), মিথিলিনভায়লেট । ' ' , আভ্যন্তরিক প্রয়োগ জন্ত অবসাদক —আভ্যন্তরিক অহিফেন, মফিয়া, নেপেস্থ, ক্লোরাল হাইড্রেট, ক্লোরাল এমিড, ব্রোমাইড, ক্যানাবিন, হায়সায়মাস I স্থানিক—বেলেডোমা-মফিয়াসপোজিটরী, কোকেন, বেদনানিবারক বিবিধ ধৌত । পচনিবারক ও দুর্গন্ধহারক ধৌত—কণ্ডিজ ফুইডু, ক্লোরাল হাইড্রেট, কাৰ্ব্বলিক এসিড, বোরিক এসিড, আইজল, জিঙ্ক ক্লোরাইড়, সালফোকাবোলেট অফ জিঙ্ক, টিংচার আইওডিন, চিনোসোল। সঙ্কোচক ।--টিংচার ষ্টিল, এলাম, এবং এসিটেট অফ লেড । , কোষ্ঠগুদ্ধি —ক্যানসার পীড়ায় প্রায়ই কোষ্ঠ পরিষ্কার হয় না, মল গুটলা বাধে, তজ্জন্ত যন্ত্রণ হয়। প্রতিবিধান জন্ত সরলান্ত্র পরিস্কার রাখার জন্ত যত্ন করা উচিত ; লাবণিক জল, এনিম প্রয়োগ, কোমল পথ্য এবং আবশ্যক হইলে বিরেচক ঔষধ প্রয়োগ করিবে । দাহক ঔষধ —ক্লোরাইড অফ জিঙ্ক প্রভৃতি বিবিধ দাহক ঔষধ প্রয়োজিত হইয়া থাকে অনেকে উগ্ৰ নাইটিক এসিড উৎকৃষ্ট বিবেচনা করেন। প্রয়োগপ্রণালী পূৰ্ব্বেই উল্লেখ করা হইয়াছে। দহিক ঔষধ প্রয়োগ করিলে বেদনার উপশম, শোণিতশ্রাব রোধ, এবং ক্ষতের বৃদ্ধি-বোধ হয়। পচননিবারক প্রণালীতে পৱিষ্কার করিয়া তৎপর ঔষধ প্রয়োগ করা উচিত : অবসাদক বেদন নিবারক ঔষধ --বেদন নিবারণ জন্ম